নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

ভোগ, সুখ আর নরম বিছানায় ঘুম আসে না

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬



মুখোশ পরে থাকতে চাই, পারি না। কারণ আর দশটা মানুষের মত আমি নই। হতে পারি না। জানি এখানে নির্যাতন হবে, নিপীড়ন হবে। আমাকে নানা গোত্রভুক্ত করে একঘরে করার চেষ্টা হবে। তাতে কি? ভয় পেলে চলবে! অবশ্যই না।



এটা তো সত্য আমার ভেতরের যে শক্তি, নিজেকে এগিয়ে নেবার যে চেষ্টা, আমার নিজের মধ্য থেকে, সেটি কেউ কেড়ে নিতে পারবে না।



মৃত স্বজনের মুখ চোখে ভাসে, চোখ বন্ধ করি। ভাবি ভোগ, সুখ আর নরম বিছানায় ঘুম আসে না। মৃত্যুর পর মানুষ কি আরামে ঘুমায় মানুষ। দুনিয়াতে আমরা একে অন্যের সহযোগি হই। মৃত্যুর পর, কেউ কারো নই। সবাইকে নিজের হিসাব দিতে হবে।



সে সব ভুলে ব্যস্ত আমরা হিংসা, প্রতিহিংসার বদ মতলবে।



কবরে একটা মানুষকে রেখে উঠে দাঁড়াই, কা্দা মাটি ধুয়ে মনখারাপ করে থাকি, তারপর সব আগের মতই। একটা কথা প্রায়ই ভুলে যাই। আমাকেও যেতে হবে। সে যাওয়াটা যেনো হয় নিরাপদ। এ চাওয়াটা পূরণ করার মত বয়স হয়েছে আমার প্রিয় স্বদেশের। এ টুকুই চাওয়া।



ভালোবাসি তোমায়-প্রিয় বাংলাদেশ।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.