নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাদ্দাফির যৌন জীবন নিয়ে আলাপ হচ্ছে। বেচারাকে খুব স্বাস্থ্যসচেতন হিসাবে তুলে ধরা হয়েছে। আবার বলা হয়েছে স্কুল-কলেজ থেকে মেয়ে বাছাই করা হতো, তার যৌন কাজের জন্য। কিন্তু বিবিসি ফোরের এ ডকুমেন্টারিটি নিয়ে সংশয় থাকতে পারে, এটাকে আমি অব্যাহত গাদ্দাফি বিরোধী প্রচার স্রোতের নতুন হাওয়া বলে মনে করি।
আবার গাদ্দাফির যৌনাচারকে আমি নাকচও করছি না, কারণ আমাদের দেশের ক্ষমতাবানরা যেখানে নারীকে গণিমত মনে করেন, এমনকি তাদের কাছে কন্যাতুল্য মেয়েরাও নিরাপদ নন, সেখানে গাদ্দাফি ক্যাডা। হে তো ক্ষমতার একটা অংশ যৌনকাজে ব্যবহার করবই। তবে এটা অবশ্যই নিন্দনীয়।
সাংঘর্ষিক কিছু বিষয় এখানে আছে, যেমন যে সব মেয়েকে যৌনকাজের জন্য তুলে আনা হতো তাদের এইডসের মত কোনো রোগ আছে কিনা তা দেখা হতো। এত পরীক্ষা সেখানে হতো কখন, আর কখনই বা লোকটা রাষ্ট্রের চাক্কা ঘোরাতো, কখন তার মেশিন চালাতো ! এ গুলো সমন্বয় করা কঠিন।
তার ওপর লিবিয়াতে কত শতাংশ মেয়ে যৌনবাহিত রোগে আক্রান্ত! এইডা তো থাইল্যান্ড না যে, সেইখানে যৌন সংসর্গ সহজলভ্য! আমার মনে হয় বিবিসি এখানে একটা 'যৌনবাজার' এবং মুসলমানদের যৌন 'লালসা'র বিষয়টি নিয়ে প্রচার রাজনীতি করছে।
যে কোনো বিচারেই এই অবৈধ ও বল প্রয়োগ যৌনতা নিন্দনীয়, কিন্তু এ ডকুমেন্টারি এমন সময় প্রচার হবে যখন আসলে এর কোনো আত্মপক্ষ সমর্থন করার সুযোগ গাদ্দাফির থাকবে না। তবে এ সব কাটতি ও রাজনীতির জন্য ভালো খবর,ডকুফিল্মও বটে।
তবে স্বৈরশাসকরা সব সময় যৌন লিপ্সু। এ নিয়ে দ্বিমত করি না। যৌনতা তাদের জীবনকে দীর্ঘ করে বলে তারা এক ধরণের মিথ তৈরি করে রেখেছে, নিজেদের আঙ্গনে। কিং ইদ্রিসকে সরিয়ে গাদ্দাফি লিবিয়ার ক্ষমতা নিয়েছেন। নারীর শরীর যে তাকে টানে সেটি আমরা তার আচরণ থেকে বুঝতে পেরেছি। এমনকি আমেরিকার একজন নারী পররাষ্ট্রমন্ত্রীর প্রেমেও তার পড়ার কথা খবরে পড়েছিলাম।
আসলে মিডিয়ার যে প্রচার, সেটা এখন মূল্যহীন। কেবল যৌন সুড়সুড়ি দেয়া ছাড়া বিশেষ কোনো গুরুত্ব না্ই। আর ধরেন, টাইমস অব ইনডিয়ার মত সংবাদ মাধ্যম আমাদের একটু রস দেয়ার জন্য কষের এ সময়ে খবরটা প্রচার করছে। ভালো।
১৫ ই জুন, ২০১৪ রাত ৯:৫৯
মোরতাজা বলেছেন:
২| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৩
মুছাফির বলেছেন: মিডিয়া নিজেই যৌন লিপ্সা উত্তসাহ দানকারী!!!
২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৭
মোরতাজা বলেছেন:
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৫
নবীউল করিম বলেছেন: এই ঘটনাটা মনে রাখেন। কারন অল্প ক’দিন পরেই কনও একটা বড় ধরনের ঘটনা ঘটবে অথবা কনও ঘটনা আগেই ঘটে গিয়েছে, এখন সেটা প্রকাশ হবে?
গাদ্দাফি ইউরোপ আর আমেরিকা কে আফ্রিকা থেকে প্রায় বের করে দিয়েছিলো আর একটু হলেই! এই সমস্ত সুচিন্তিত ও কৌঁসুলি প্রচারণা তাঁরই পুরুষকার স্বরূপ!! ওঁরা এই কাজে ওঁদের যিশুর থেকেও অনেক ওস্তাদ। মনে রাখবেন যিশু কনসেপ্টটাই একটা প্রপাগন্ডা!
৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩
মোরতাজা বলেছেন: এন্টনা দুব্বল, আপনার হুঁশিয়ারিটা অনুমান করলাম কিন্তু পরিষ্কার অইতে পারলাম না।
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৩
জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: @ নবীউল করিম বলেছেন...........মনে রাখবেন যিশু কনসেপ্টটাই একটা প্রপাগন্ডা!
এভাবে বলা ঠিক না, অন্যের বিশ্বাসের মূল্য দিতে হয়। মুসলমানরা একাজে পিছিয়ে পড়ছে।
অবশ্য আপনি যদি জামাতী, হেফাজতী বা নব্য জাতীয়তাবাদী হন তাহলে আমার কথা শোনার দরকার নেই, কারণ আপনি তা শুনবেন না।
@ লেখক, গদ্দাফী একটা গাদ্দার।
মুসলমান বলে তাকে আপনি সমর্থন করছেন।
যে খারাপ তাকে খারাপ বলতে হবে।
৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫
মোরতাজা বলেছেন: কোন জায়গায় সমর্থন করলাম। বুঝাইয়া কইলে ভালো অইতো। আমার কাছে মুসলমানির চেয়ে সত্যটা বড়, এত বড় সইত্য অনুসন্ধান বিবিসি এত দিন পরে করলো ক্যান, আগে করলে কি অইতো!
আমি তো মৃত মানুষের বিরুদ্ধে নোংরা প্রচারের বিরুদ্ধে আছি, থাকবো।
৫| ৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৬
জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: @ নবীউল করিম বলেছেন...........মনে রাখবেন যিশু কনসেপ্টটাই একটা প্রপাগন্ডা!
এভাবে বলা ঠিক না, অন্যের বিশ্বাসের মূল্য দিতে হয়। মুসলমানরা একাজে পিছিয়ে পড়ছে।
অবশ্য আপনি যদি জামাতী, হেফাজতী বা নব্য জাতীয়তাবাদী হন তাহলে আমার কথা শোনার দরকার নেই, কারণ আপনি তা শুনবেন না।
@ লেখক, গদ্দাফী একটা গাদ্দার।
মুসলমান বলে তাকে আপনি সমর্থন করছেন।
যে খারাপ তাকে খারাপ বলতে হবে।
৬| ৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪০
জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: @ নবীউল করিম বলেছেন...........মনে রাখবেন যিশু কনসেপ্টটাই একটা প্রপাগন্ডা!
এভাবে বলা ঠিক না, অন্যের বিশ্বাসের মূল্য দিতে হয়। মুসলমানরা একাজে পিছিয়ে পড়ছে।
অবশ্য আপনি যদি জামাতী, হেফাজতী বা নব্য জাতীয়তাবাদী হন তাহলে আমার কথা শোনার দরকার নেই, কারণ আপনি তা শুনবেন না।
@ লেখক, গদ্দাফী একটা গাদ্দার।
মুসলমান বলে তাকে আপনি সমর্থন করছেন।
যে খারাপ তাকে খারাপ বলতে হবে।
৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৭
নবীউল করিম বলেছেন: প্রথমত, আমার কথাটা বুঝার জন্য কিছু দিন অপেক্ষা কোরতে হবে, ইনশা আল্লাহ্ অচিরেই প্রমান পেয়ে যাবেন।
দ্বিতীয়ত, আমি বলেছি যিশু কন্সেপ্ট টা প্রপাগন্ডা। এটা একদম সঠিক। আমি বলি নাই যে ক্রিস্তান ধর্ম টা প্রপাগন্ডা। বর্তমান ত্রি- তত্তের যে যিশু কনসেপ্ট, সেটা স্রেফ রাজনীতি ছাড়া আর কিছু না, এটা অনেক বুঝে শুনে করা হয়েছে আজ থেকে প্রায় ৬০০ বছর আগে! যদিয় প্রস্তুতি তাঁর আগে থেকেই চলছিলো!
যদি সব পরিপূর্ণ ভাবে বুঝতে চান তবে HISTORY OF WORLD, HISTORY OF ARAB, HISTORY OF EUROPE, HISTORY OF CRUSED ইত্যাদি বইগুলো পোড়তে হবে।
তৃতীয়ত, গাদ্দাফী হিন্দু না মুসলমান, সেটা আমার কাছে বিষয় না। গাদ্দাফী শুধু একজন সফল রাষ্ট্র নায়ক ছিলেন না, উনি সমগ্র আফ্রিকা কে এক কাতারে প্রায় এনে ফেলেছিলেন ইউরপিয়ানদের শোষণ, নির্যাতন লুণ্ঠনের বিরুদ্ধে! এই বিষয়ে জানতে চেলে একটু খোঁজ নেন কিভাবে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, হল্যান্ড, স্পেন ইত্যাদি রাষ্ট্র গুলো আজও আফ্রিকার সম্পদ লুট করে নিজেদের বীরত্ব জাহির করছে! গাদ্দাফী খুন হয়েছে ঐ সব রাষ্ট্রগুলোর ষড়যন্ত্রের কারণে। কতোটা খুশি হিলারি ক্লিনটন হয়েছিলো তাঁর ভিডিয় এখনো পাওয়া যায় ইউ টিউবে। খোঁজ নেন। তাদের এই খুশী কতোটা প্রবল ছিল, সেটা তখন বুঝবেন যখন জানবেন যে গাদ্দাফী ওঁদের জন্য কতোটা হুমকির কারন ছিল।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২০
মোরতাজা বলেছেন: হুমম
©somewhere in net ltd.
১| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১০
মুছাফির বলেছেন: মিডিয়া নিজেই যৌন সেবাদাতা।