নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখটা আটকে আছে একটা মেয়ের ছবির দিকে, বয়স সপ্তাহ তিন হবে। সাতক্ষীরায় তার বাবা বন্দুকযুদ্ধে জীবন দিয়েছে। বিএনপির রাজনীতি করতো লোকটা। এটা তার অপরাধ!!
মেয়ের মাথায় হাত রেখে চোখটা ভরে উঠতো তার, রঙ্গিন কোনো স্বপ্নে। সবুজের বিশাল মাঠ পেরিয়ে সাদা পোশাকে একটা মেয়ে দৌড়ে আসছে, কোলে তুলে নিয়ে তাকাতো তার চোখে। একজন বাবা হিসাবে এর চেয়ে বেশি কিছু হয়তো তার চাইবার ছিল না।
মেয়েটার খেলর সাথী হতে চাইতো লোকটা, স্কুলের ব্যাগটা গুছিয়ে দেয়ার জন্য স্ত্রীকে সহযোগিতা করতো, বাজার থেকে নিয়ে আসতো আলতা, চুড়ির রিনিঝিনি শব্দে ভেঙ্গে যেতো মেয়েটার ঘুম। সে ভাগ্য ওর হলো না। কী নির্মম-দু:সহ যন্ত্রণায় কাতর এ সময়!
আমিও বাবা। রাতে বাসায় ফিরে ছেলে দুটোকে না দেখে চোখে পানি এসে গেলো। ছোটভাই ভাত খেতে সময় নিচ্ছে- বলছে নাজিবের জন্য 'পরাণ পোড়ে', তাই ভাত খাইতে মন চাচ্ছে না। ওরা মায়ের সাথে খালার বাসায় গেছে। দু রাত থাকবে। তাতেই এত কাতরতা।
এ রকম 'পরাণ' নিয়া পাথর সময় আমরা পার করছি, যেখানে 'বন্দুকযুদ্ধ' নামে যে 'যুদ্ধ' নিরাপত্তা রক্ষীরা চালাচ্ছে এবং তাতে যাদের প্রাণ কেড়ে নেয়া হচ্ছে, তাদের পরিবার পরিজনের কথা কি কেউ ভাবছেন! ভাবার দরকার আমাদের পড়ে না। তবুও ভাবতে হয়।
আমাদের দেশে কিছু কবি'র জন্ম হয়েছে, কিছু গল্পকারের জন্ম হয়েছে। সম্বাদিকগো কথা আর কইবার চাই না। তবে এ সমাজে মানুষের জন্ম কম হয়েছে। আমার বিবেচনা শক্তি দূর্বল। তবে জ্ঞানতাপস রাজ্জাক স্যারের কাছ থেকে ধার নিয়ে যদি বলি ইতিহাস আমাদের অনেক নেতাকে অনেক সুযোগ দিছে। তারা তা কাজে লাগায় নাই। লাগালে তারা অমর হয়ে থাকতেন।
আমি ভাবি, স্বজনহারা একজন নারী আমাদের রাষ্ট্র পরিচালনা করছেন। বিচার ছাড়া হত্যা যেটাকে সায়েবি কায়দায় 'বিচার বহির্ভূত' হত্যা বলা হয়, তার প্রতিবাদে এক সময় মুখর থাকা দলটি ক্ষমতায়, কিন্তু এ কন্যা সন্তানটার মুখের দিকে তাকান, চোখের পানি ধরে রাখতে পারা যায় না।
দু'হাত তুলে আল্লাহর দরবারে বলি- এমন দুর্ভাগা জীবন আর কাউরে দিয়ো না।
৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১৮
মোরতাজা বলেছেন:
©somewhere in net ltd.
১| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দুর্ভাগা জীবন আর কাউরে দিয়ো না।