নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

একটা মানবিক, নিরাপদ মৃত্যু কি তুমি নিশ্চিত করতে পারবে?

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৫

একটা মানবিক, নিরাপদ মৃত্যু কি তুমি নিশ্চিত করতে পারবে?



তুমিও মানুষ!

দূর মিয়া, যাও তো! মশকরা কইরো না!

তোমারে মানুষ কইবার পারুম না।



ক্যান!!

আমি কি তাহলে!



তুমি যোদ্ধা!

হুমম, যোদ্ধা!

আরে হেঁয়ালি রাখো তো!

সত্যি, তুমি যোদ্ধা, তবে 'বন্দুক'যোদ্ধা

শীতের কুয়াশা ঝরে পড়ার আগে তুমি কেড়ে নিতে পারো মানুষের জীবন

নিপুণ দক্ষতায়, গুলি বের হয়, এও এক শিল্পকলা! মরণ শিল্প! দারুণ না ?

হা হা হা

কান ফেটে যায়! বন্ধ করো এই হাসি!

করলাম , কিন্তু বুক ফাটা আর্তনাদ কি বন্ধ হবে!

একটা মানবিক, নিরাপদ মৃত্যু কি তুমি নিশ্চিত করতে পারবে?



বুলেট দীর্ণ করে যায় মানব শরীর, রক্ত চুইয়ে পড়তে পড়তে নিস্তেজ হয়ে যাওয়া বনি আদম-

তোমার হয়ে একজন গল্প বলে

সেই গল্প আরো নিপুণ করে, খ-ট- খ-অ-ট শব্দে তৈরি হয় রিপোর্ট । ছাপা হয় কাগজে!

লাল বাত্তি জ্বলে ওঠে টিভি স্টেশনে

'অন এয়ার', তাজা খবরে ভরপুর!

গুরুত্বহীন খবরের কাতারে পড়ে কাতরায় একটা জীবন, দুইটা জীবন, শত জীবন!

পাছে মানুষের মনে দাগ কাটে। পারলে মুছে দেয়া যেতো, তবুও তো্ দয়া, নামটা বলো

একদিনের জন্য হলেও বলো!



জনসেবা, গণতন্ত্র, বাক স্বাধীনতার রাজনীত!

অসহায় মানুষের জীবন থেকে মুক্তি দেবার রাজনীতির পাহারাদার তোমরা!

জগতে কী দারুণ-বিকৃত-আনন্দযজ্ঞে জড়িয়ে আছো তুমি !

কোন বিবেচনায় তোমাকে... বলবো!!! বলো?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.