নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুকের আবেগি কারখানায় দেখলাম- সাগর রুনিকে নিয়া ব্যাপক কথা বার্তা অইতাছে। হেইডা অইবোই। এই কারখানা বড়ই আজব, এইখানে কতা কইতে কষ্ট নাই। আরাম। আইজকা সাগর রুনি হত্যার দু'বচ্ছর পূর্তি।
সম্বাদিক দম্পতিরে কারাই মাইরা ফালাইছে, হেইডা বাইর করণের দায়িত্ব সরকারের যেমুন আছিলো, তেমন সম্বাদিক গো আছিলো। কোনো সম্বাদিক, তার ফত্রিকা-টিভি ছ্যানেল কি এইটা লইয়া অনুসন্ধান কইরবার চেষ্টা কইরছে। করে নাই।
কইরলে এইটা দৃশ্যমান অইতো। মানে ছাপার অক্ষর বা টেলিভিশনে দেখাইতো। আমরা দেখি নাই।
সাগর-রুনি কি জমাত-শিবির কইরতো নাকি বিম্পি! উত্তর সবারই জানা। তাইলে তাগো হত্যার বিচার অইতাছে না ক্যান। রাজনীতির কতা কইলাম এ জইন্য কারণ- ইদানিং কিছু সম্বাদিক নামরে 'বিজ্ঞলোক' কোন দলের লোকের বাঁইচা থাকন দরকার, আর কোন দলের লোকের মইরা যাওন দরকার হেইডা লইয়া আবেগি কারখানা ফেসবুক উপদেশ বিলাইতাছে।
যাক সেই কতা- ক্ষমতাবানদের পা চাইট্টা মাখখন স্বাদ নেয়া কিছু সম্বাদিক নামধারি দেইখলাম আন্দোল ফান্দোলন কইরতাছে। পরে কিচ্ছু অইলো না।
ভুল কইলাম, অইছে। একজন সম্বাদিক নেতা তিনি শীর্ষ ক্ষমতাবানের উপদেশক হইছেন। ভালো। কিন্তু হত্যার বিচারডা কইরলে বালো অইতো ।
তয় সরকররে ধইণ্যবাদ, এই রকম কামে 'সময় নষ্ট' না কইরা দেশে ধনবান জালদাস পেশাদারের জন্ম দিতাছেন।
জীবন লইয়া আমাগো আর ভাবতে অইবো না। সরকারই ভাববো। বিচার চাইয়া নিজের আর হালকা করণ ঠিক অইবো না। আর কাউরে সরকারের লাভজনক-ক্ষমতাবান পদবির দিকে আগাইবার জইন্য যেনো আমাগো কারো মিত্তু না অয়!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৪
মোরতাজা বলেছেন: হুমমম
©somewhere in net ltd.
১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৪
সাইবার অভিযত্রী বলেছেন: The world is for the powerful.
They will survive.
Others will be lost.
This is the law of nature.