নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

তোমার হাত ধরবো বলে এখন অপেক্ষা করতে হয় না

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯







এখন আর আগের মত হতে পারি না



ছুটতে ছুটতে

থেমে যাই

মেঘলা দুপুর, বৃষ্টি -ঝড়ে



দূরের আকাশে মেঘের গর্জন, বিদ্যুৎ ঝিলিক দিয়ে গেলো মাত্র



জানি এখনই রঙধনুর দেখা মিলবে না

সবুজ মাঠের ওপারে; আলোয় ভরবেনা বিকালটা





তবুও তুমি আছ, আমিও



থাকবো!

কি ভাবে? সে প্রশ্নের উত্তর নেই জানা



পাগল হয়েছো? তোমার বয়স কত? এখন তুমি চৌত্রিশ

আমিও তো আগের মত নেই।



চৌদ্দ, ষোলো, আঠারো, কুড়ি কিম্বা চব্বিশ নয় এখন, আমাদের কারো



জানি বয়স দিয়ে সব মাপা যায় না, দরকারো নেই

তবে কেন জানি বয়সের নিক্তি চোখের সামনে-



এখন আর আগের মত হতে পারি না



তোমার হাত ধরবো বলে এখন অপেক্ষা করতে হয় না

তবুও অপেক্ষা



এই যে বিশাল মাঠ দিগন্ত বিস্তৃত ভূমি

তুমি আমি আমরা কিছুকাল কিছুদিন আছি; থাকবো আরো কিছু সময়।



এমনই হবার কথা, আবার কথা নয়!

আমাদের আরো অনেক দূর যেতে হবে

হাত ধরো -

মেঘ কেটে গেলে রঙধনুটা ঝিলিক দিবে-



বয়স তার বাড়েনি; আমার বেড়েছে, বেড়েছে তোমারো!

কিন্তু মনের বয়স- একই!!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৭

বোধহীন স্বপ্ন বলেছেন: পাগল হয়েছো? তোমার বয়স কত? এখন তুমি চৌত্রিশ
আমিও তো আগের মত নেই।

চৌদ্দ, ষোলো, আঠারো, কুড়ি কিম্বা চব্বিশ নয় এখন, আমাদের কারো

জানি বয়স দিয়ে সব মাপা যায় না, দরকারো নেই
তবে কেন জানি বয়সের নিক্তি চোখের সামনে-
++++++++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৭

মোরতাজা বলেছেন: ধন্যবাদ, পাঠের জন্য!

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮

এহসান সাবির বলেছেন: বেশ.....!!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৯

মোরতাজা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.