নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

রাজনীতির খেলা ও গণজাগরণমঞ্চ!

০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৭

গণ জাগরণ মঞ্চ নিয়ে যা হয়েছে, এখন হচ্ছে এবং সামনে হবে বলে আশঙ্কা- তা নিয়ে আমার কোনো রকমের মাথা ব্যাথা নাই। কারণ আমার মত কেরানীর গণজাগরণ বা হেফাজত দর্শণ উপলব্ধি করার মত সক্ষমতা পুরোপুরি নাই।



শুরু থেকেই গণজাগরণমঞ্চকে স্বাভাবিক ও সাধারণ ঘটনা হিসাবে দেখে আসছি। দুটো কারণে এটা হয়েছে- এক. আমি রাজনীতি বিজ্ঞানের ছাত্র। আর এ বিজ্ঞানের লোক প্লেটো, এরিস্টল, ম্যাকেয়াভিলি এবং আমার ডিপার্টমেন্টের গুরু জ্ঞানতাপস আবদুর রাজ্জাক স্যারের লেকা আকারে পাওয়া ঘটনাগুলো মন দিয়ে পড়ে যতটুকু বুঝেছি- রাজনীতি মানে হলো মানুষকে বিভ্রান্ত করা এবং এর মধ্য দিয়ে নিজের বা দলের স্বার্থসিদ্ধি লাভ করা। সুতরাং জেনে শুনে আমি কারো রাজনৈতিক খেলার পুতুল হতে চাইনি, আর আমার মত কেরানী সেই সময়ও ছিল না, এখনো নাই।



'জবাই কর' 'জবাই কর' টাইপের উচ্চারণ,কাউকে বিচার ছাড়া এক ঘরে রাখার সিদ্ধান্ত এবং রাজনৈতিক ফায়দা হাসিলের অস্ত্র হিসাবে গণ জাগরণ মঞ্চের ভূমিকার সাথে আমার দ্বিমত ছিল। এখনো আছে।



তবে আমি জানি এ ধরণের মোহ। এক সময় ভেঙ্গে যায়। যার যার ধান্ধা ফুরিয়ে গেলে এটা হয়, আমরা সব সময় এ রকম। আমরা আসলে টানা রেসে থাকতে পারি না। ওয়ানডে বা টি টুয়েন্টি টাইপের খেলা আমাদের তাই টানে বেশি। টেস্ট মেসের খবর রাখি কিন্তু উপভোগ করি না।

এ রকম একটা অনুসিদ্ধান্তে পৌছাতে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাটানো ৮ টি বছর সহায়তা করেছে। মানুষের ভেতরের ও বাইরের দুটো রূপ এবং রাজনীতির খেলা দেখতে দেখতে এটা সহজবোধ্য এখন!



শাহবাগে না গেলে রাজাকার- টাইপের ধারণা যারা লালন এবং এটাতে বিশ্বাস করতেন, বা এখনো করেন তাদের সাথে একমত ছিলাম না। হুজুগে আমরা অনেক কিছু করি, বিবেচনা-ইনসাফ তখন কাজ করে না। কিন্তু চূড়ান্ত বিচারে ইনসাফ জীয় হয়।



যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই হবে। এ নিয়ে আমার দ্বিমত নাই। তার জন্য আমাদের চাপও সৃষ্টি করতে হবে, এটা নিয়েওে সন্দেহ নাই।



তবে গণজাগরণমঞ্চের আয়োজন ছিল নির্বাচন ঘিরে। যুদ্ধাপরাধের ইস্যু তুলে অনেক রকমের রাজনীতি এ দেশে হয়, রাজনৈতিক আচার আচরণ এবং এ সব চূড়ান্ত ভাবে 'পাবলিক খায়' এমন উপযোগি করার বিষয়ে সরকার মানে ১৪ দল যথেষ্ট সফল হয়েছে- এতে সন্দেহ নাই। অন্তত ডেভিড বার্গম্যানের মত ইয়াহুদি সম্বাদিকও যখন যুদ্ধাপরাধীদের ফেভার করেন বলে অভিযোগ ওঠে তখন এ নিয়ে আলাপ একান্তই অনাহুত।



আর এ রকম স্পর্শকারত ইস্যুতে বিম্পি বরাবরই একটা 'মফিজ'। এ বিষয়ে সন্দেহ নাই। কারণ এটা নিয়ে মোটেও খেলতে পারেনি, বরং একটা অস্বস্তি ছির তাদের মধ্যে। জামায়ত টাকা পয়সা দিয়ে 'ম্যানেজ' সিস্টেম ফলো করেছে। মাঝখানে আমপাবলিকের অবস্থা বেহাল।



আমরা এ রকম বক্তব্য সংসদ থেকে বিটিভি মারফত শুনেছি 'মন পড়ে আছে শাহবাগে।' ফেসবুকের আপডেট ছিল গণজাগরণ মঞ্চ নিয়ে। পক্ষে বিপক্ষে বেহুদা প্রচারণা ছিল। এখনো আছে। ফেসবুক-ব্লগ হলো আবেগি কারখানা, এখানে সব প্রডিউস করা যায়।



মঞ্চ নিয়া গত বইমেলায় অনেকগুলো বইও বেরিয়েছে। ৫ জানুয়ারি ঐতিহাসিক ও গিনেস বুকে নাম লেখানোর মত অভূতপূর্ব ইলেকশ হালাল হিসাবেও স্বীকৃতি পেযেছে। কিন্তু ইলেকশনের পর গণজাগরণ মঞ্চ নিয়ে সরকারের উৎসাহে ভাটা পড়ে। ধাক্কাটা লাগে ফেব্রুয়ারিতে বর্ষপূর্তি ঘিরে। কারণ বর্ষপূর্তির আয়োজনে এবং গণজাগরণমঞ্চের সঠিক ইতিহাসায়ন হয়নি বলে সারাসরি অভিযোগ তোলেন-অনেকে। আমি মনে করি তাদের সেই ন্যায্যতা রয়েছে।



গণজাগরণ মঞ্চের বিপরীতের আল্লামা শফির আন্দোলন- হেফাজত নিয়ে তলে তলে অনেক পানি গড়িয়েছে। ক্র্যাকডাউন হয়েছে। সে উছিলা ধরে টিভি চ্যানেল বন্ধ করা হয় হয়েছে। মানবাধিকার সংস্থা অধিকারকে হেনস্তা করা হয়েছে।

আমার মনে হয় একটা রাজনৈতিক সরকার- রাজনীতিকভাবে এ সব সফলভাবে মোকাবিলা করেছে! সেখানে প্রতিপক্ষ রাজনীতিকরা পুরাই 'মফিজ'। এ নিয়ে সন্দেহের কোনো সুযোগ নাই।



সেই সব দিনের কথা ভাবছি- যখন শাহবাগে পুলিশ পাহারা দেয়, রাস্তা আটকে যানজটে আমাদের ভোগায়, আর গণজাগরণ মঞ্চের সমালোচনা করলে তেড়ে আসে যে কেউ। খেযে ফেলবে অবস্থা যাকে বলে।



কিন্তু মোহ তো ভাঙ্গে। হিস্ট্রি রচনা হয়েছে গণজাগরণ মঞ্চ নিয়ে। অ্যাক্টিভিস্ট কাম সম্বাদিক একজন ফেসবুকে ইমরান এইচ সরকারকে নিয়ে ব্যাঙ্গ করে লিখেলেন। জানালেন- যারা আসলে আন্দোলন শুরু করেছেন, তারা নাই। হতে পারে।



আওয়ামী লীগ, ছাত্রলীগের পক্ষ থেকে গণ জাগরণ মঞ্চের সাথে লেয়াজো করতেন তারাও ক্ষিপ্ত। তাহলে চূড়ান্ত বিচারে সরকারের সমর্থন উঠে গেছে। তাই এখন গণজাগরণ মঞ্চের নেতারা আদর্শচ্যুত হিসাবে বিবেচিত। সেই বিচেনায় এনে তাদের ঠেঙ্গানো হয়েছে। রক্ত মুছা হচ্ছে দেখলাম। পাল্টাপাল্টি মামলাও হয়েছে।



আমার কষ্ট হলো- গরিব মানুষের ছেলে পুলে আমরা, দেশটাকে গড়ার জন্য সবাই একসাথে কাজ করবো। কিন্তু সেটি না করে বুড়ো রাজনৈতিক নেতারা পরিকল্পনা করে ফাঁদ পাতেন আমরা সেই ফাঁদে পা দিয়ে সমাজে বিভক্তি তৈরির কাজে ব্যবহৃত হই। কেন হই আমি জানি না। আমরা কি ভাবি- আমাদের খাদ্যের যোগানটা কে দেয়? আম্লীগ, বিম্পি না জামায়াত। তাই বলে আমরা অন্যায়ের প্রতিবাদ করবো না, তা কিন্তু নয়। করবো , অবশ্যই করবো, কিন্তু কারো পাতা ফাঁদে পা দিয়ে নয়।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ৯:০৭

সাইবার অভিযত্রী বলেছেন: ++++++++++++++

০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১০

মোরতাজা বলেছেন: ধন্যবাদ

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ৯:১১

সাইবার অভিযত্রী বলেছেন: খবরের লিন্কে গিয়ে কিছু ইন্টারেষ্টিং কমেন্ট পেলাম :


Real Hiron Hoi hoi roi roi sahbagi kutttara geli koi. Bagh bonton a mele nai tai hamla korche hambaa lige. Ke bolen apnara.
9 · 2 hours ago

Musleh Uddin মাইর মনে অইতােছ খুব কম অইয়া গেল।আরো বেশী অইলে ভালা অইতনা?
6 · 2 hours ago

Salah Uddin পাপ কখনো পাপিকে ছারে না...!!!!
5 · about an hour ago

Muhib Bullah Alhamdulillah
4 · 48 minutes ago

Wkn Sohel GOOD
4 · 49 minutes ago

MD Faruk Alhamdulillah
4 · about an hour ago

Khaled Mashud Sojun মাত্র শুরু
4 · about an hour ago

মেহেদী হাসান জনক সালা ইমরান কুত্তার বাচ্চা তোর মরার সময় হয়েছে
4 · about an hour ago

Yousuf Sayeed Kub valo hoiche
4 · 2 hours ago

Hasan Murad good
3 · 47 minutes ago

Jony Khan Good
3 · about an hour ago

Shahin Sheikh এখন আর তোমার প্রয়জন নেই। তুমি মুরি খাও। পলা বুত আশে পলা।
3 · about an hour ago

Khaled Mashud Sojun ভ সালা ইমরান কুত্তার বাচ্চা তোর মরার সময় হয়েছে
3 · about an hour ago

Shahadat Hossain Masud moja pailam
3 · about an hour ago

Jahidul Islam Jabed বালোতো আরো দিলে খুসি হতাম
3 · 2 hours ago

Abdul Ali মার সালাগরে
3 · 2 hours ago

Shifan Shifan Jemon kokor temon mogor
3 · 2 hours ago

Kamrul Islam amar mone hoy eta ,,r ekta natok
3 · 2 hours ago

Kabbo Forhad গন জাগরন মনচো. . তোরা খানকির পোলারা সব মর তাইলে দেশ ঠিক হইবো.তোগরে গুলি করে মারা দরকার. এখন তোর বাপেরা কোথায় .....?
3 · 2 hours ago

সুলতান আহমদ খলিল এতদিন এই পুলিশ নিয়ে সমাবেশ বেটা বুজ মজা কেমন
3 · 2 hours ago

Masud Sumon কোন জাগরণের দরকার নাই দেশটাকে ওরা অনেক জালাইছে ওদের নিষিদ্ধ করা হোক
3 · 2 hours ago

Immam Hossain ইমরান মনে করে কি , বাংলার মানুষ কি বোকা , তারাঁ বোঝেনা ?
2 · 39 minutes ago

Mijan Ctg sala magir poa der aro valo kore mara uchit
2 · 44 minutes ago

Immam Hossain এত মানুষ মারে , ইমরানকে মারেনা কেন ? তার মানে কি এখানে তার হাত আছে ?
আর এত বড় বড় কথা !
3 · 44 minutes ago · Edited

Ismail Ismail Marche vhalo hoyche but (ata notun natok)
2 · 44 minutes ago

Delwar Khan Moncher shalara taka pai koy
2 · about an hour ago

Salah Uddin nice
2 · about an hour ago

Karimul Hoque Sumon late mar shalare
2 · about an hour ago

Md Amran Hossan Mesba Very Very good news..!
2 · about an hour ago

Nazmul Hasan খুব ভাল হইছে জোতার বারি দিছে নাকি?
2 · about an hour ago

Abul Bashar Sala at abar Kon natok. Jono gon ka bujata cay ja gono jagoron monch awamilegar na. Sobay jana gono jagoron monch awamilegar.
2 · about an hour ago

Syed Jillul Haque সবে শুরু
সালা নাস্তিক।
2 · about an hour ago

Shams Apollo Khub valo hoyeche.......................
2 · 2 hours ago

Bardia Manik Mia Sob kaytara jobay kora wcet
2 · 2 hours ago

Selim Sarwar মাইর ও খাইলি,মাইরের দাম ও দিলি, আর কান্দলি ফাও।
2 · 2 hours ago

Shahjahan Ali GOOD
2 · 2 hours ago

Md Faiz মজা পাইলাম বাশঁ দিলো শালারে।
1 · 28 minutes ago

Khurshed Alam শোকর আলহামদুলিল্লাহ
1 · 35 minutes ago

RH Shovon yeh hooooo. awesome, wonderfull .i like it. ke je moja pailam.chatroleague jodi hamla korei thake taile ai prothom ora akta valo kaj korce
1 · 37 minutes ago

Naiem Hayder Shala to dhake bodo
Awamileg. Islame bank ar bepokha khota bola.
1 · 44 minutes ago

Amir Mollick ইমরান কুত্তার বাচ্চা তোর মরার সময় হয়েছে
1 · about an hour ago

Misbah Ahmed Fahim Sobay more gele ami sodka dotam
1 · about an hour ago

Hasangazi Gazi Matro too mair suru aro onek khote hove.
1 · about an hour ago

Martuza Ayown ......jaroj pola sotto kotha bolse,
'mittha bol'
Mittha badir dol.
1 · about an hour ago

Ujjol Mia ভইশাঘে যর
1 · about an hour ago

Shaidur Rahman Abar o pata kalo kuta.
1 · about an hour ago

Shaidur Rahman Kuta kuta
1 · about an hour ago

Jummon Ahmed Oi salai to varoter (row) er ejend varot oder k trening dey bangladeser muslmander salara 2 vage vag koira falaise .salara islam birodhi
1 · about an hour ago

Abu Bokor oie khanki ra marla valogoy
1 · about an hour ago

Kayum Bd Sante pailam
1 · about an hour ago

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১:০৭

মোরতাজা বলেছেন: :P

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমার কষ্ট হলো- গরিব মানুষের ছেলে পুলে আমরা, দেশটাকে গড়ার জন্য সবাই একসাথে কাজ করবো। কিন্তু সেটি না করে বুড়ো রাজনৈতিক নেতারা পরিকল্পনা করে ফাঁদ পাতেন আমরা সেই ফাঁদে পা দিয়ে সমাজে বিভক্তি তৈরির কাজে ব্যবহৃত হই। কেন হই আমি জানি না। আমরা কি ভাবি- আমাদের খাদ্যের যোগানটা কে দেয়? আম্লীগ, বিম্পি না জামায়াত। তাই বলে আমরা অন্যায়ের প্রতিবাদ করবো না, তা কিন্তু নয়। করবো , অবশ্যই করবো, কিন্তু কারো পাতা ফাঁদে পা দিয়ে নয়।


অনেক আগেই বলৈছীলঅম টয়লেট পেপারের মতো ইমরানকে ব্যবহার শেষে ছুড়ে ফেলে দেবে..... মনে হচ্ছৈ সেই সময় এসে গেছে!!! শৈষ ব্যবহারের জন্য তাকে কানাডাও যেতে দেয় নি। এয়ারপোর্ট থেকে ফিরাইছিল মনে আছৈ!!!!

০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩১

মোরতাজা বলেছেন: :)

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১০:৫১

শাহ আজিজ বলেছেন: পেছনের কে কি কারা সব জানতাম । মোল্লার ফাঁসীর পরে মনে হয়না আর কোন আন্দোলনের প্রয়োজন ছিল। হাইকোর্ট ও সতর্ক করেছিল কিন্তু মুল বিষয় ছিল জায়গা দখলে রাখা যাতে এই আন্দোলন সরকার পতনের এক দফায় পরিনত না হয়। যা হোক কদিন আগে প্রথম লিগের লাথি খাইল বামের উচ্ছিষ্ট রা এবং ফাইনাল হয়ে গেল মঞ্চের উপর মাইর । এটা ডিউ ছিল । প্রচুর মানুষ কষ্ট পেয়েছে এদের জন্য । যাহোক মদিনা সনদের লাথি বড্ড জব্বর , কি ইমরান ? চাকরিতে জয়েন ? গুড়ে বালি ।

০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৯

মোরতাজা বলেছেন: গুড়ে বালি :(

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১১:৩১

মহাজাগতিক বলেছেন: পুলিশের তো বড় গুনাহ হৈছে আইজ!!!

০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩১

মোরতাজা বলেছেন: হ

৬| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১:২১

কালবৈশাখীর ঝড় বলেছেন: Click This Link

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১:০৮

মোরতাজা বলেছেন: :(

৭| ০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩২

ইছামতির তী্রে বলেছেন: সব কাহিনীর শেষ থাকে। তাই গণজাগরণমঞ্চও এখন অতীত। তাদের কাছ থেকে আর পাওয়ার কিছু নেই। তবে ওরা সরকারকে যা দিয়েছে তাতে করে এভাবে ওদের বিদায় বলা উচিত কাজ হলো না। ওদের তুমুল আন্দোলনের ফলেই সরকার যুদ্ধাপরাধীদের ফাঁসী দিতে পেরেছে। অন্যথায় ফাঁসী হতো কি না সন্দেহ।

দেখা যাক, সামনে কি অপেক্ষা করছে দেশবাসীর জন্য?

০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩২

মোরতাজা বলেছেন: দেখা যাক, সামনে কি অপেক্ষা করছে দেশবাসীর জন্য? !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.