নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এভাবে যেতে নেই মূসা ভাই। তবুও সবাইকে যেতে হবে। জানি, সত্যি জানি। কিন্তু এভাবে- এমন দুঃসময়ে আপনার যাবার কথা ছিল না। দেশ, দেশের মানুষ, মানবতা যখন বিপন্ন ঠিক তখন কেন আপনাকে যেতে হবে? আপনার তো আরো কিছু দেবার ছিল।
যেখানে আমাদের মত বিবেকবন্দী সম্বাদিকে ভরপুর-টুইটম্বুর দেশ, তখন আপনার মত একজন দু:সাহসী মানুষকে পাশে দরকার ছিল-খুব, খুব খুব দরকার ছিল।
আল্লাহ আপনার পরকালীন জীবনকে শান্তিময় করুন। আমীন।
শুনেছি মৃত মানুষ দুনিয়ার লোকদের জন্য দোয়া করলে সেটি কবুল হয়, বিশ্বাস করি, হয়। আপনি দয়া করে আমাদের বিপন্ন জীবনে আলোর ঝলকানির জন্য দোয়া করবেন।
বিদায় মুসা ভাই। নয়ন থেকে হৃদয়ে সবখানে ছিলেন, থাকবেন সারাজীবন।
©somewhere in net ltd.