নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

এইডা কি অইলো :

১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৫

পুলার ইশকুলের জইন্য হাফ প্যান্ট আর হাফ শার্ট বানাইতে শনিবার মধ্য সকালে নীলক্ষেত গেলাম। অনামিকা টেইলার্সের মালিক হাসি হাসি মুখ কইরা কইলো আপ্নেরে আমি চিনি। কোনো কতা কওন লাগবো না।



ওই দুইডা জুস ল। আমার দুই পুলার লাইগা জুসের হাঁক। আর আমি কাপড় দেখছি। ফাঁকে ক্ইলাম- প্যাকেটের জুসে বিষ, অরা খায় না।

কাপড় পছন্দ করবার পর তিনি যে হিসাব দিলেন- তা দেইখা আমার চক্ষু বন্ধ অইতে চাইলো না।



প্যান্টের কাপড়ের দাম- ১৫০ টাকা।

সেলাই মুজুরি-৩০০ টাকা।

শার্টের কাপড়-১০০ টাকা।

সেলাই মুজুরি-২০০ টাকা।



প্রতিটি দুইপিস হিসাবে মোট ১৫০০ টাকা।



স্পিশিয়াল ডিসকাউন্ট-১০০ টাকা।



এইডা কি অইলো!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৫

নীল জোসনা বলেছেন: খাজনার চাইতে বাজনা বেশী !

১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৩

মোরতাজা বলেছেন: :P

২| ১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০২

দালাল০০৭০০৭ বলেছেন: apnare khailo tar taka nilo

১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৩

মোরতাজা বলেছেন: :)

৩| ১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৮

সোহানী বলেছেন: এটা স্পিশিয়াল ডিসকাউন্ট এর মামলা.......... বুঝতে হইবে........

১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৪

মোরতাজা বলেছেন: হ, ঠিকই!

৪| ১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১০

ঢাকাবাসী বলেছেন: মনে হয় ঠিকই আছে। সেলাইর চার্জের সাথে কাপরের দামের তুলনা করা ঠিক হবেনা।

১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৪

মোরতাজা বলেছেন: ক্যান খব্বরে কাগুজে পরি- সেলাই শ্রমিক গো বেতন কম। তাগো টেহা নাই। কিন্তু মালিকরা এত্ত নিবো ক্যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.