নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শোকাহত নই আমি, সংক্ষুব্ধ! রানা প্লাজায় ডেকে নিয়ে মানুষ খুনের বিচার হলো না। হবে বলেও মনে হয় না। বছর গড়িয়ে গেলো, আরো যাবে।
রাজনীতির চোরা গলি- বাজার রক্ষার জন্য অনবরত মিথ্যাচার, অ্যাডভোকেসির নামে মানুষের জীবনের মূল্য কমিয়ে আনা, মালিকদের চোয়ালের তলে লুকিয়ে থাকা পশুত্ব- আমরা অসহায়।
অধর চন্দ্র বিদ্যালয়ের লাশের খোঁজে মানুষের লম্বা লাইন, স্বজনের আহাজারি আর অন্তত লাশটা দিন বাক্যটা কানে তীরের মত বিঁধে আজো!
২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৮
মোরতাজা বলেছেন: তবুও কতা কইতে অইবো!
©somewhere in net ltd.
১| ২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৭
ঢাকাবাসী বলেছেন: যেখানে সরকার নিজেই অপরাধীর দলে সেখানে বিচার! ১২৭ কোটি টাকা পেল সারকার ১ বছর আগে, এক টাকাও দেয়নি নিরীহ ধ্বংশপ্রাপ্ত অসহায় শ্রমিকদের। সরকারের মুখপাত্র বলেন এ নিয়ে কথা বললে জানে মেরে ফেলবে!