নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

সাদা কাপড়, সাদা ফুল, সাদা জোছনা আর শ্যামল নারী

০৩ রা মে, ২০১৪ বিকাল ৪:০৬

সাদা কাপড়, সাদা ফুল, সাদা জোছনা আর শ্যামল নারী- আমার খুব খুব প্রিয়।



ইদানিং 'সাদা' শব্দটার সাথে ভয়, আতঙ্ক মিশে গেছে। স্বজনের চোখের গড়িয়ে পড়া পানি, সামনে অনন্ত শঙ্কতা আর কষ্ট স্থবির জীবন, সাদাকে জড়িয়ে নিয়েছে। এমনটা আমরা চাইনি কখনোই। কেউ চান না। চাইবোও না।



যিনি সাদা পোশাক পরে আরেকটা সন্তানের চোখে পানি ঝরিয়ে দেন, তিনিও চান না। তবুও ক্যানো এমুন হয়। কেনো? এ জিজ্ঞাসার কোনো জবাব কি আছে? নাই আপাতত।



তবে সাদা পোশাকে অভিযান বন্ধ করা জরুরী। দয়া করে এ অভিযান বন্ধ করেন। পোশাক পরে আসেন, ধরে নিয়ে তানায় যান, পথে বন্দুক যুদ্ধ -বলে মানব হত্যা বন্ধ করেন। বিচার ব্যবস্থা এখনো টিকে আছে। এটাকে টিকিয়ে রাখলে ন্যায় বিচার নিশ্চিত না হলেও কিছু মানুষের পেশা টিকে যাবে-!



সাদা পোশাকের মানুষের ছায়া যেনো কারো জীবনকে আর তছনছ না করে, সে প্রত্যাশা। শুভ কামনা সবার জন্য। আপনি ও আমি দুজনেই এবং আমরা সবাই যেনো নিরাপদ থাকি, তবে চুপচাপ থেকে মুক্তি মিলবে না।



আমাদের বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমরা সবাই নিশ্চিতভাবেই জানি- অপরাধীরা কতটা দূর্বল! ওদের শক্তি ক্ষণিকের।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.