নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মা-আমাদের পেটে ধরেছেন, পিঠে চড়িয়েছেন, আজীবন ধরে রাখছেন বুকে। মায়ায়-মমতায়, দুঃখ সুখের প্রতি ক্ষণে- পাশে আছেন, থাকবেন। এমন নির্মোহ, নি:স্বার্থ ভালেবাসার দ্বিতীয় সম্পর্কটির নাম বাবা। মা-বাবার ভালোবাসায় ভরে থাক সবার জীবন।
মা দিবসের শুভ কামনা। প্রতিদিনই মা বাবাকে ভালোবাসার। আলাদা দিনের দরকার আছে কিনা তা নিয়ে তর্ক আছে। তবুও বছরের একটা দিন সেলিব্রেট করাতে দোষের কিছু আছে বলে আমি মনে করি না।
অস্থির এই সময়ে এবং সামনের দিনগুলোতে সকল মায়ের সন্তান নিরাপদে থাকুক। এই কামনা।
©somewhere in net ltd.