নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার চোখ, মায়াবী পাখির ছানা আর শাপলা পাতার ওপর ঘাস ফড়িং
দখিনা বাতাস উড়িয়ে নিচ্ছে মরা পাতা
দিয়ে যাচ্ছি স্বস্তি
এমনই কোনো এক দুপুর
মেঠোপথে-তুমি আমি মুখোমুখি
চারিদিকে নির্জন
দূরে উড়ে যাচ্ছে ধানশালিক
আধো ভেজা মাঠের কোনো বসে জিরিয়ে নিচ্ছে ব্যাঙ
আমি অবনত, তোমার পায়ের দিকে তাকিয়ে
পায়ের নখে মাটি নাড়ছি!
কী সরল সে সময়টা, কোনো ঝামেলা নেই
শঙ্কাও ছিল না।
এখন-
অস্থির সময়।
আমি হাসতে চাই, প্রাণ খুলে
হল্লা করে নিশুতি রাতে ঘুম ভাঙিয়ে দিতে চাই
উড়ে যেতে চাই তোমার কাছে।
কী এক অদ্ভূত অসম্ভব চাওয়া
তোমার চোখ, মায়াবী পাখির ছানা আর শাপলা পাতার ওপর ঘাস ফড়িং
আমার দেখা পৃথিবীর সবচেয় বিস্ময়কর আনন্দময় ঘটনা।।
২২ শে মে, ২০১৪ দুপুর ১:২৮
মোরতাজা বলেছেন: তৃপ্তির জন্য ধন্যবাদ।
২| ২২ শে মে, ২০১৪ সকাল ১০:৫০
সময়ের ডানায় বলেছেন: কবিতা পাঠে ভালো লাগা।
২২ শে মে, ২০১৪ দুপুর ১:২৯
মোরতাজা বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২২ শে মে, ২০১৪ রাত ১২:০৫
অন্ধবিন্দু বলেছেন:
কী সরল সে সময়টা, কোনো ঝামেলা নেই
শঙ্কাও ছিল না।
কবিতা পাঠে তৃপ্তি পেলাম। শুভ কামনা রইলো।