নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইনু ভাইয়ের একটা কতা শুনে খুব মজা পাইলাম- সরকার নাকি সম্বাদিক গো স্বাধীনতার জন্য কাজ করতেছে। তবে সেইটা কী স্বাধীনতা নাকি অধীনতা খোলাসা অইতে পারলাম না।
ছোটবেলা কইতর পালতাম, বাজার থেকে নতুন কইতর আনলে তারে আয়ত্বে রাখনের লাইগা পাখনার কয়টা পালক সুতায় বাঁইধা দিতাম। সপ্তাহ খানেক পর সেই কইতর অধীন অইয়া যাইতো! তার পাখনার সুতা খুইলা দিলেও সে বাড়িতেই থাকে!
বিচার বিভাগের স্বাধীনতা যার উৎকৃষ্ট উদাহরণ অইতে পারে। সম্বাদিকগোও সরকার একই তরিকায় অধীন করবার যে প্রকল্প আতে লইছে- সেইটাই কি জানান দিলেন ইনু ভাই!
২১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৩
মোরতাজা বলেছেন: ম্প্রচার নীতিমালার বউনি ভালাই হইলো!!!
২| ২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
কলাবাগান১ বলেছেন: সংবাদপত্রের বিরুদ্ধে মানহানির মামলা কি এটাই প্রথম??
দোষী মজুমদার কি সম্প্রচার নীতিমালার অধীনে এই মামলা করল??
যত দোষ নন্দঘোষ
২১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৪
মোরতাজা বলেছেন: যে আইনেই মামলা করুক- কর্মস্থল থেকে একজন বার্তা সম্পাদককে তুলে নেয়াটা সমর্থন যারা করতে পারে; তারা কতটা রুচিশীল-পরমত সহিষ্ণু তা নিয়ে জিজ্ঞাসা উঠতেই পারে!
৩| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৩
কলাবাগান১ বলেছেন: আপনি সেনাবাহিনীকে উসকাবেন (ভারত বিরোধিতার নামে), আপনি সাম্প্রদায়িক উসকানি দিবেন (পুলিশে সবাই হিন্দু)..... এর সাথে চাদে সাঈদী দেখার উসকানির ও অনেক মিল
তাহলে আর সরকার আছে কেন যদি এই সমস্ত উসকানিকে অবাধ স্বাধীনতার নামে মেনে নেয়
২১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৯
মোরতাজা বলেছেন: আমি বলছি না, আপনি সব মেনে নেন। অন্যায় করলে বিচার হবে। কিন্তু সে বিচারের একটা প্রক্রিয়া নিশ্চয় আছে। নাকি সেটা অনুসরণ করার দরকার নেই। যদি তা না থাকে তাহলে পাড়ার মস্তান আর অন্যদের তফাৎটা কোথায়- কলাবাগান ১
©somewhere in net ltd.
১| ২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: শত্রু যখন প্রশংসা করে, ভরসা দেয় তখন সতর্ক থাকতে হয়!
তাদের উপকারের নমুনা শুরু হইয়া গেছে..
তিন পত্রিকার বিরুদ্ধে সাংসদের মামলা
গত ১৮ অগাস্ট দৈনিক পত্রিকায় সাংসদের দপ্তরে 'আদালত' শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে। কালের কণ্ঠ ও ডেইলি সানও একই দিনে একই বিষয়ে প্রতিবেদন ছাপায়।
ওই প্রতিবেদনে কামাল মজুমদারের মানহানি হয়েছে বলে হাকিম আদালকে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে। আর এ কারণে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে দেওয়ানি আদালতের মামলাগুলো দায়ের করা হয়েছে। .....
ব্যাস! আরো লেখা ছাপাও!
আরও মত প্রকাশ করো
আরো শ কোটি টাকা জরিমানা দেও!!!
বাহ! সম্প্রচার নীতিমালার বউনি ভালাই হইলো!!!