নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

তুৃমি ছিলে বলে- প্রিয়তমা

২৩ শে আগস্ট, ২০১৪ রাত ৯:১৯

তুৃমি ছিলে বলে- প্রিয়তমা



তোমার আঁচলের তলে লুকিয়ে থাকা সকালটা ছিল-

আমার জীবনের শ্রেষ্ঠ সকাল!



তোমার ডাকে ছুটে আসা বিকালটা ছিল অসম্ভব প্রিয়।



সন্ধ্যাটাও তেমন, এলার্ম ঘড়ি ছিলনা আমাদের;

তুমিই মনে করিয়ে দিতে এখন ভোর-'তোমার পড়তে বসার কথা'

সকাল বেলায় 'তোমার প্রাইভেট!'



মনে আছে সেই কবে একবার

পুকুরের জলে ডুবে যাচ্ছিলাম আমি

সাঁতার কী জানতে? মনে হয়না;

তবুও হাত বাড়িয়ে ধরলে আমায়

সেই যাত্রায় মরে গেলে- আমার আর বিশ্বটা দেখা হতো না

হতো না হাওরের বুকে বৃষ্টি দেখা

পাহাড়ের গা ছুঁয়ে নেমে যাওয়ার ঝরণা



কিম্বা

জোঁকের চুষে নেয়া রক্তের চেয়ে ভয়ঙ্কর রাজনীতি-সন্ত্রাস!

কঠিন বাস্তবতায় হারিয়ে যাওয়া সময়; আমার প্রিয়, প্রিয়তমা



তুমি ছিলে বলে; তুৃমি ছিলে বলে- প্রিয়তমা; প্রিয় দাদিমা!

আমার জীবনটা বদলে গেলো এক নিমিষে!

এখন তুমি- আমি যোজন যোজন দূর- এপার ওপার তফাৎ!

তবুও তুমি আমি আছি কাছাকাছি; প্রিয়-প্রতক্ষণে

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৬

In2the Dark বলেছেন: প্রথমে মনে করলাম বউ পরে চিন্তা করলেম মা শেষে আইয়া দেখি দাদী :p

কোবিতা ভালুসে।

২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২৭

মোরতাজা বলেছেন: সে আমার প্রথম প্রেম- প্রথম ভালোবাসা; নিঃস্বার্থ অনন্য মানুষ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.