নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তবুও ছিলাম আমি, আছি
যদিও কেউ কেউ ভাবতো-
এখানে কেনো;আমি!
তাহলে কোথায় থাকার কথা ছিল;আমার
সে প্রশ্নের উত্তরো তাদের জানা নেই।
শুধু শুধু হিংসার আগুনে পুড়ছে ওরা,
আমি তো এখানেই ছিলাম, থাকবো-
মিথ্যে সন্দেহ, ধান্ধা-ফিকির-কেবলই
তাদের বড়ত্বকে খাটো করলো
আমি দিব্যি ঘুরে ফিরে এসেছি- তাবৎ দেশ-সংসার; রমণীয় জীবন
এখানেই ছিলাম; আছি।
©somewhere in net ltd.