নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

সমুদ্র সীমার রায়; সাময়িক উত্তেজনা এবং ইনডিয়া

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৪



জাতি হিসাবে আমরা 'সাউ'। এ শব্দটা বন্ধু মহলে সাময়িক উত্তেজনার সংক্ষিপ্ত রূপ হিসাবে ব্যবহার করে থাকি। ক্যামনে ক্যামনে জানি শব্দ এবার সমুদ্র বিজয়ের সাথে মিলে গেলো।



ভারত ও বাংলাদেশের মধ্যকার বিরোধ নিয়ে জুলাই মাসের গোড়ার দিকে রায় দেয় আন্তর্জাতিক আদালত। তাতে বাংলাদেশ বিজয়ী হয়েছে বলে খবর বের হয়। বিম্পি অভিযোগ তরে তালপট্টি হারিয়ে আমরা সর্বস্বান্ত।

কিন্তু সরকারি চাপার জোরে সব তলিযে যেতে থাকে। ইনডিয়া বিষয়টা বুঝবার চেষ্টা করে- বিচার বিশ্লেষন করে তারপর তাদের বিশেষজ্ঞরা জানিয়েছেন বাংলাদেশ হুদাই লাফাইতাছে। তারাই জিতেছে।



আহা!



আমরা যখন চুপসে গেলাম; মানে আমাদের সাময়িক উত্তেজনা প্রশমন হলো- তখন আমাদের বন্ধুরা এর বিশ্লেষণ করে জানান দিলো আদতেই তারাই বিজয়ী। বিবিসির ভাষ্য মতে, কয়েক সপ্তাহ ধরে রায় 'খুঁটিয়ে খুঁটিয়ে' পর্যালোচনা করেছেন তারা। তারপরই এই পর্যবেক্ষণ।



সেখানে আমরা যে রককম বাজেট ঘোষনা শুরুর সাথে সাথেই যে রকম দেশজুড়ে বাজেট গণ বিরোধী কিম্বা বাজেট জনদরদী মন্তব্য সম্বলিত ব্যানার নিয়ে সরকার ও সরকার বিরোধীরা মহড়া দেন; এ ক্ষেত্রেও তাই ঘটলো।



ব্যাতিক্রম কিন্তু ইনডিয়া।



৩১ আগস্ট নয়া দিল্লিতে এক বৈঠক জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার মেরিন শাখায় সাবেক ডিজি বিজন কুমার সাহা বিষয়টি ব্যাখ্যা করে বিবিসিকে বলেন, ''সমুদ্রসীমার রেখাটা যেহেতু ১৭৭ ডিগ্রি ৩০ মিনিট বরাবর সোজা টানা হয়েছে – কোনও ডানদিক বাঁদিক করা হয়নি – তাই ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত ইইজেডে বাংলাদেশ তাদের দাবির অনেকটাই পেয়েছে, তবে তার বাইরে কিন্তু তারা বিশেষ কিছুই পায়নি।''



তিনি বলেন, ''ইইজেডে-র বাইরে এই অংশটায় বাংলাদেশ চেয়েছিল সীমারেখাটা টানা হোক আরও পশ্চিম ঘেঁষে, ২১৪ ডিগ্রিতে, কিন্তু তা হয়নি। তা ছাড়া দক্ষিণে ভারতের আন্দামান দ্বীপপুঞ্জ আর পূর্বে মিয়ানমার থাকায় ইইজেডে-র বাইরে বাংলাদেশের এলাকা খুবই সঙ্কুচিত হয়ে গেছে, অন্যদিকে ভারতের স্বার্থ সুরক্ষিত হয়েছে,''।



আর আমরা বিলবোর্ড বানাইছি; পত্রিকায় বিজ্ঞাপন দিছি; ব্লু অর্থনীতি নিয়ে কর্মশালা করতেছি এবং বগল বাজাইতাছি :(

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

ইমরান আশফাক বলেছেন: বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন রকম মন্তব্য পাচ্ছি, এই ব্যাপারে বিশেষজ্ঞ না হওয়ায় আমি আমাদের লাভ বা ক্ষতি সন্মদ্ধে এখনও পরিস্কার কোন ধারনা করতে পারছি না। এই ব্যাপারে আমি অন্যদের মন্তব্য আশা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.