নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিপরীত স্রোতের মুখে দাঁড়িয়ে নজরুলের গানকে নিয়ে যিনি তার জীবনের পুরোটা সময় কাটিয়েছে; সেই সাধক শিল্পী ফিরোজা বেগমের অপেক্ষায় পুরো বাংলাদেশ; পুরো বাংলাভাষি সঙ্গীতীপ্রেমিরা। অসুস্থ হয়ে শুক্রবার থেকে তিনি রাজধানীর অ্যাপেলো হসপিটালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকদের উদ্ধৃত করে তার ছেলে হামিন আহমেদ বলছেন, অবস্থা সঙ্কটাপন্ন। আমরা সবার দোয়ারর দিকে চেয়ে আছি।
‘মরুর বুকে জীবনধারা কে বহাল’ অ্যালবাম দিয়েই তার ক্যারিয়ারের সূচনা। সেই কিংবদন্তীর শিল্পী ফিরোজা বেগমের সহজ কথা- নজরুল মানবসাধক। বিরল এই সাধকের সান্নিধ্য আমার জীবনের প্রধান স্মৃতি ও প্রেরণা। তাঁর কাছ থেকে গান শিখে আমি প্রবেশ করেছি বাংলা সংগীতের ঐশ্বর্যময় ভুবনে। নজরুলসংগীত আমাকে দিয়েছে নতুন জগতের সন্ধান, যে জগৎ মানবিক সৌন্দর্যে ভরপুর’।
প্রিয় শিল্পী; আপনার অপেক্ষায় - পুরো জাতি
©somewhere in net ltd.