নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু মানুষ থাকেন; যারা রাজনীতিক আদর্শ লালন করেন সত্য; তবে দলীয অপকর্মকে কখনোই মেনে নেন না এবং নিশ্চিতভাবেই তাদের কারণে স্বাধীনতার পর থেকে ভিতরে ভিতরে বদলে যাচ্ছে বাংরাদেশ। রাজনৈতিক অনাচার-নিপীড়নের মধ্যেও আমরা এগিয়ে যাচ্ছি- যারা এগিয়ে যাওয়াটাকে বৃদ্ধিভিত্তিকভাবে সহায়তা করেছেন; তাদের মধ্যে পথিকৃৎ রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক মোস্তফা চৌধুরী একজন।
মোস্তফা স্যার ছিলেন; সদা হাস্যোজ্জ্বল এবং একাডেমিক আলোচনায় সব সময় নির্মোহ -।
অবসরে গেছেন প্রায় ৮ বছরের বেশি সময় হলো। গতকাল ১২ সেপ্টেম্বর কানাডায় তিনি ইন্তেকাল করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ যখন রাজনীতির চরম দুর্দশা আর দলীয় আনুগত্যের নোংরা জলে ডুবে আছে; সে সময় অধ্যাপক মোস্তফা চৌধুরীদের আদর্শ ধরে কেউ এগিয়ে যাবেন; সেটি ভাবা কঠিন।
মোস্তফা চৌধুরী স্যারের ক্লাশ করার দুর্লভ সুযোগ আমার হয়েছে- গণমাধ্যমে কাজ করার কারণে তার সাথে কথাও হতো। বঙ্গবন্ধুর নেতৃত্বে যে আওয়ামি লীগ দেশ স্বাধীন করেছে; সে আওয়ামী লীগের আদর্শ মানতেন ঠিকই; তবে অন্যায়কে কখনোই সাপোর্ট করতেন না।
তিনি আমাদের পড়াতেন মিলিটারি অ্যান্ড পলিটিকস। এক কথায় অসাধারণ ছিল তার ক্লাসগুলো। ক্লাসের চৌহদ্দিতে তিনি নীল দল নাকি আম্লীগ সমর্থন করেন; সেটি একদিনের জন্যও বুঝতে পারিনি। ক্লাসে পুরো একাডেমিক মানুষ তিনি; বাইরেও গঠনমূলক আলোচক।
এ রকম শিক্ষকের অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অপুষ্ট । সেখানে শিক্ষা পুষ্টির যে অভাব দিনে দিনে প্রকট হচ্ছে; তাতে অতীত হাতড়ে টিকে থাকার চেষ্টা ছাড়া বিকল্প দেখছি না।
মোস্তফা চৌধুরী স্যারের প্রতি বিনম্র শ্রদ্ধা। আল্লাহ তাকে জান্নাত দিন; আমীন।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৭
মোরতাজা বলেছেন: hummm
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৬
অপূর্ণ রায়হান বলেছেন: উনার আত্মার শান্তি কামনা করছি ।
শুভ রাত্রি ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৩
মোরতাজা বলেছেন: hummm
©somewhere in net ltd.
১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তিনি কি পিএসসি র সাবেক চেযারমেন