নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

সে আসেনি; সে আসবে না

১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫১

সে আসেনি; সে আসবে না!

যাকে বলেছিলাম;
তুমি এলে আমি একটা বিকাল কাটিয়ে দেবো তিন্দুর জলে
যাকে বলেছিলাম
তুমি এলে গাঁয়ের ধান ক্ষেতের ঘোলা জলের ওপর জোছনা দেখে কাটিয়ে দেবো একটা রাত
যাকে বলেছিলাম
কাদামাখামখির বৃষ্টি মুখর সকালে আমরা দুজন ভিজবো; একান্তে

টিনের চালের ওপর গাছের পাতা পড়ার শব্দও কখনো হবে না
হওয়ার কথাও নয়; এমন রাত্তির আমরা পার করবো নীলাচলের চূড়ায়; টিনের ঘরে

হিম বাতাস বয়ে যাওয়া বিকাল;
সন্ধ্যাটা ঘনিয়ে আসলে শেয়াল এসে বাঙলোর দরজায় কড়া নাড়বে
শ্রীমঙ্গলে এমন গহীন শীতল -মুখর রাত কাটাবো আমরা

সে আসেনি; সে আসবে না। আমি ছিলাম; আছি- একা নিরালায়।

এমনই অস্থির সময়; সেখানে এমন আনন্দ সময় আসতে পারে না।

তবুও অপেক্ষা! অপেক্ষা! অপেক্ষা!!




নোট: এটি কোনো প্রেমের কথামালা নয়!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৫

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ।

শুভেচ্ছা নিবেন :)

২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৪

মোরতাজা বলেছেন: অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.