নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

কি বলেন মিয়া ভাইয়েরা!

৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

ছোট বেলা থেকেই আমার অগ্নি ভীতি। ঢাক্কায় আওনের পর চিকিৎসা করন লাগছে। এখন কিছুটা ভালো। আজ সক্কাল বেলা- স্ত্রী জানাইলো কাওরান বাজারে আগুন লাগছে। বুক ধক কইরা উঠছে; জিগাইলাম কই। জানাইলো- এনটিভি-আরটিভি বিল্ডিং।



এ ভবনটা ঢাকার খোলামেলা মেলা ভবনগুলোর মইধ্যে একটা; বাইরে থেইকা তাই মনে লয়। মজবুত বিল্ডিংও বটে। কিন্তু এইখানে আগুল লাগে ক্যান; বুঝতাছি না। ফখর মইন সরকারের সময় একবার আগুন লেগেছিল; প্রাণহানিও ঘটেছে।



আজ আবারও! ঘটনাটা কেমুন ঘোলাটে।

সরকারের মালিকানার এ ভবনটার দিকে সবার নজর; 'শাহবাগে ফ্যাসিবাদের প্রতিধ্বনি'- বাক্য দিয়ে 'স্পিসলেস হেড লাইন' করা ফত্রিকা আমার দেশের অফিস এখানে; কাগজের অপচয় থেকে সরকার তাদের মুক্তি দেয়ার পর যেইডা এখন কেবল ডিজিটাল ভার্সনে প্রকাশ পায়!



এর বাইরে বিম্পি নেতা ফালু'র টিভি নিউজ ও বিনোদন কারখানা এনটিভি এখানে; তেনার সুলভে বিক্রি করা আরটিভি অফিসও।



একটা জুতসই তদন্ত কমিটি কইরা ঘটনা খোলাসা করন দরকার; কি বলেন মিয়া ভাইয়েরা! নইলে শর্ট সার্কিট; জ্বলন্ত সিগ্রেটের লেঞ্জা থেকে আগুনের তত্ত্ব সন্দেহ তৈরি কইরাই যাইবো!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.