নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বালিহাস, হাওরের জল, জলদাসের ছুটোছুটির সকাল
বালি হাঁস উড়ে যাচ্ছে;ছায়া পড়ছে হাওরের জলে
ঠান্ডা বাতাস-মাটি, কাদাময় সকাল
আকশে সূর্য উঁকি দেয়; নৌকা ছোটে
জলদাস নামে-জলে। মাছ, মাছ আর মাছে ভরতে চায় 'খলে'
সময়টা বদলে যেতে থাকে;
শাপলা ফুলের মত তোমার গালে এখন মধ্য দুপুর
গনগনে তেজ; কঠিন-রূঢ়
জীবনের নির্দয় সময়; কত কিছুই না বদলে দেয়
বাইক্কার বিল, বিলের পথ-ঘাসে ঢাকা
নৌকা ছইয়ে বসে থাকা বিকাল
সবই হয়ে যায় হাওয়া।
নগরে নিশ্চুপ প্রতিদিন
বুকে ভেতর জমা হচ্ছে কালো ধোঁয়ার আস্তরণ
শ্বাসকষ্ট; ইনহেলারে রিলিফ
বালিহাস, হাওরের জল, জলদাসের ছুটোছুটির সকাল
তবুও আমার লাগবে। পারবে ফেরৎ দিতে ?
পারবে না জেনেও চাই।
চাই তোমার সাথে বাইক্কার বিলের শীতের সকালটাও।
©somewhere in net ltd.