নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

কাইয়ুম স্যার নেই; জগলু ভাই খুন-

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৯

মনটা ভীষন খারাপ-

কাইয়ুম চৌধুরী স্যার ইন্তেকাল করলেন আজ রাতে ন'টার কিছু আগে। জানি; এটা নিশ্চিতভাবেই। মানুষ মারা যাবে। তবুও কেনো যে মন মানে না। একদিন আগেই শনিবার রাতে অগ্রজ সম্বাদিক জগলুল ভাইকে খুন করেছে বাসচালক। দু'জনই আমার প্রিয় মানুষ।

কাইযুম চৌধুরীর আঁকা ছবি আমার ভীষন ভালো লাগে। যদিও আমি শিল্পকলার সমঝদার হতে পারিনি। তবুও। তারা রেখার যে শক্তি; তা দ্বিতীয়বার উপলব্ধি করিনি; কারো শিল্পকর্মে।

তেমনি জগলু ভাই দক্ষিন এশিয়ার রাজনীতি-পর্যবেক্ষণে। তার যে ক্ষমতা তা আরো কারো লেখায় দেখিনি।

দুজন মানুষের প্রতি শ্রদ্ধা। আল্লাহ তার রহমত দিয়ে তাদের ঘিরে নিন। আমীন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৮

পরিবেশ বন্ধু বলেছেন: একজন বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী তাকে হারিয়ে জাতী আজ শোকাহত, আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি , আল্লাহ যেন তাকে বেহেস্ত নছিব করেন , আমিন আর জগলু ভাই কে ও আল্লাহ জান্নাত দিন ।

০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২০

মোরতাজা বলেছেন: আমীন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.