নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

একেবারে স্বপ্নের মইধ্যে থাইকা বিল করে-শুপার মাক্কেট স্বপ্ন-

০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৩

শুপার মাক্কেট স্বপ্ন- একেবারে স্বপ্নের মইধ্যে থাইকা বিল করে। সক্কাল বেলা গিরিন রোড়ে বেরাঞ্চে গেছিলাম; বাঁধা কপি না দিয়াই বিল কইরলো। ফুলকপি প্রতি দাম বেশি ধইরলো ৭ টাকা কইরা। আর চিনি গুড়া চাইলে ১০ টাকা ছাড় হাওয়া।

আমি মফিজ সব সমসয় লিস্টি দেখিনা। আইজকা কি মনে লইলো দেইখলাম; সন্দেহের জায়গায় পরিষ্কার অইতে চাইলে- অবাক অইয়া কাউন্টারম্যান কইলো এইডা নিছেন স্যার; কইলাম দেখাইয়া দ্যান ভাই। শেষ পর্যন্ত উদ্ধারে ব্যর্থ অইয়া কইলো -স্যার বিল তো অইয়া গেলো; তয় অন্য কিছু লইয়া মিনিমাইজ কইরালান। বাইধ্য অইয়া বাশি মটর শুটি কিন্না কভার কইরলাম।

তয় রাঁধুনির চিনিগুড়া চাইলের রিবেটটা পাইলাম না। কারণ বর্ণনা করে উনি জানাইলেন- এটা যে ছাড় চ্লছে ; তাতো জানি না। একজনরে ডাইকা জিগাইলেন, ছাড় কি দিতাছে। উনি ফরমাইলেন ইহা রাঁধুনী দিতাছে।

পরে আবার কইলেন- এইডা দুইকেজির প্যাকেট কিনলে প্রযোজ্য। অবশেষ অভদ্রতা অইবো এই শঙ্কায় স্বপ্ন ত্যাগ করিলাম।

অশনি সংকেত অইলো আমি মূলত আগোরারা কাস্টমার। হাতিরপুল থেকে আগোরা আইজকা সক্কালে বিদায় লইছে। ১০ টার দিকে যাইয়া দেখি-বিচ্ছেদ-বাজনা। তাই স্বপ্নে ছুটিলাম। কিন্তুক প্রত্থম দিনেই এই ঘটনা।

নোট: শুপার শপে দুই রক্কমের লোক যায়। একটা অইলো বিত্তবান। আরেকটা অইলো ইস্টইনডিয়া কম্পানির ক্রেডিটকার্ড জোঁকের মুখে নিজেকে স্বেচ্ছায় সঁপে দেয়ারা। আমি দ্বিতীয় পর্যায়ের লোক!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৪

সোহানী বলেছেন: শুনেন ভায়া... হিসাব সোজা... বাসার পাশের বাজারে যান এসব আগোরা/স্বপ্ন থেকে কম করে আইটেম প্রতি ৫ টাকা কম পাবেন.........

০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪১

মোরতাজা বলেছেন: পকেটে টেক্কা ছিলনা রে ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.