নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

আদরে উষ্ণতায়

১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪১

ভাঁপ ওঠা পিঠা; খেজুরের ঝোলাগুড়
শীতের সকাল; জমে যেতে থাকা আমি

গরম কয়লায় ভরে রাখা মাটির পাত্রটা এগিয়ে দিতে
বলতে আগুন পোহা; শীত চলে যাবে

বহু সকাল; তোমার আদরে-উষ্ণতায় ছিলাম
কুয়াশা জমে থাকা শীতের সকাল;
ভোর রাতে পড়তে উঠে বসে কাঁপতে থাকা আমার হাত
তোমার মমতার উচ্ছ্বাসের ভুলে যেতো সব।

এখনো ব শীত আসে প্রতি বছর; গ্রামীন জীবন ছেড়ে নগরে
এখানে কয়লার পোড়ানো আগুন পোহানো বিপজ্জনক;
তাই বিদ্যুৎ চালিত রুম হিটার।

কেউ আদরে উষ্ণতায় এগিয়ে আসে না; ব্যস্ত সময়
তবুও তোমাকে মনে করিয়ে দেয়; প্রিয়তমা

কী আনন্দময় সঙ্গ না দিয়েছিলে তুমি;
জীবনের পরতে পরতে সাজিয়ে দিয়েছে
ভালোবাসার অফুরন্ত সৌরভ

ভালোবাসি প্রিয়তমা-ভালোবাসি প্রিয় দাদু!

নোট:: ১৯৯১ সালের এই দিনে তোমাকে হারিয়েছি আমরা। তবুও মনে হয়; এই তো সেদিন। স্মৃতিগুলো এখনো ছায়াছবির মত চোখের সামনে ভেসে উঠছে। তুমি পরকালে ভালো থাকো। পরম করুণাময়ের দরবারে এ দোয়া আমাদের।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.