নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

টাকা হলে মানুষের নিরাপত্তা দরকার হয়!

১৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৬


আরজ আলি মতবরের দর্শন লইয়া জগতে অনেক আলোচনা আছে। একদল তাকে অতিবজ্ঞানী দার্শনিক আরেক দল তাকে কম জ্ঞানী লোক বলেই গণ্য করেন। আমার কাছে তিনি প্রচলিত ধারণাকে প্রশ্নবানে বিদ্ধ করেছেন। সংস্কারের কথা বলেছেন। তবে আমি যেহেতু দার্শনিক নই। দর্শন বিদ্যার পাঠকও নই; তাই এ বিষয়ে আলাপ বাতুলতা মাত্র।

সাধারণ মানুষের জীবন দর্শন-সহজ সরল এবং তার নিজের মত করেই সাজানো বলে মনে লয়। আজ আবার সেটিই অনুভব করলাম।

অদ্য সক্কাল সোয়া ১০ টার দিকে কাওরান বাজারের সোনারগাঁ হোটেলের সামনে দিয়া রাস্তা পার অইতে গেলাম। পুলিশ পথ আগলে খাড়াইলো। ভিভিআইপি যাবে; তাই আদমদের খাড়া করায়া মজা লইতাছে।

ক্ষনিকের বিরতিতে কিছু জীবন দর্শন উপলব্ধি করালাম। পাশে একজন নারী; যিনি খেটে খাওয়া মানুষেরই প্রতিনিধি- 'বয়স আন্দাজ করলে চল্লিশ পেরিছে বলে মনে হয়। তার দর্শন- টাকা অইলে মানুষের নিরাপত্তা লাগে। তার কথা- আমার যদি ৫ কোটি টাকা থাকতো; তাইলে আমারো এ রহম নিরাপত্তা লাগতো।'

ভদ্র মহিলার ধারণা অনেক পক্ক- তিনি গাড়ি গুনছিলেন। সর্বমোট ১২ টি গাড়ি বহরে ছিল বলে গুনে শ্বাস নিলেন। বললেন, খালেদা জিয়া গেলো।

খালেদা জিয়া? দেশের প্রধানমন্ত্রী বলতে মনে হয়- উনি তাকেই চিনে থাকবেন। হালে যে শেখ হাসিনা দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীত্ব করছেন সেটি জানে না। আমার চোখ কপালে উঠবার জোগাড়। গেলো বছর পাঁচেকে যে হারে টিভির সম্প্রচারে আছে; তারপরেও এ রকম ভুল কেউ করে!

মহিলা আসলে পেটের তাগিদে অন্য সব খবর - তথ্য অধিকার পাননি বলে মনে লয়।

সাধারন মানুষের জীবন দর্শন মানে টাকা; টাকা হলে মানুষের নিরাপত্তা দরকার হয়: নিরাপত্তা দরকার হলে রাস্তা আটকে তারা গাড়ি বহর নিযে যান।

কেবল তাদেরই উন্নয়ন হয় না। কারণ তাদের উন্নতি করবেন বলে যারা কথা দেন তারা কথা রাখেন না। সেটা যে মোড়কেই তাদের সামনে রাজনীতি হাজির হোক না কেনো!


মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.