নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দীর্ঘশ্বাস
কেবলই দূরে থাকার চেষ্টা
সব বৃথা হয়ে যায়।
তোমার কপালে জমে থাকা ঘামের-শিশির
বুকের ভেতর জমে থাকা সন্দেহের পাথর- সরে না।
একা থাকি; সংসারে থাকি; সঙ্গমে থাকি; স্বর্গে থাকি; নরকও হতে পারে।
কেবল
দীর্ঘশ্বাস মোর ঘোচে না।
০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৯
মোরতাজা বলেছেন: হুমমম
২| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫২
বেদুইন জাহিদ বলেছেন: বেকারত্বের অভিশাপে আমিও জ্বলছি মোরতাজা ভাই
০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৯
মোরতাজা বলেছেন: দ্রুত আরোগ্য লঅভ করুণ। সেই কামনা করি।
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩২
নিলু বলেছেন: বেকার জীবন বড় অসহনীয় ?