নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাঁটাতারে ঝুলে ছিল ফালানী নয়, পুরো বাংলাদেশ। আজ তার মৃত্যুবার্ষিকী। ২০১১ সালের ৭ জানুয়ারী ফালানীকে হত্যা করে বিএসএফ সদস্যরা। দিনের আলো ফোটার পর রাতভর ঝুলে থাকা লাশটা কাঁটাতার থেকে নামিয়ে বাঁশে ঝুলিয়ে নিয়ে গিয়েছিল বিএসএসএফ নামের একবিংশ শতাব্দীর দুপায়ের জন্তুরা। তার হত্যার বিচার হবে- এ কথা ভাবিনা। ভাবি, আর কেউ যেনো গুলি খেয়ে কাঁটাতারে ঝুলে না থাকেন। বাঁশে ঝুলিয়ে আর কোনো বনি আদমের লাশ যাবেনা। প্রার্তনা করি ওরা মানুষ হবে। আমাদের রক্তের বিনিময়ে ওদের মনুষ্যত্ব জন্মাবে। জয় হোক মানবতার। ফালানীর আত্মত্যাগ-আমাদের আত্মসম্মান জাগিয়ে যাক।
©somewhere in net ltd.