নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাটি- সোঁদা মাটি; আমার প্রিয় মাটি প্রিয় স্বদেশ-ভালোবাসি
কাদা থক থক, গন্ধ আকুল মনটা ভরে যায়
সাহিত্যে এটাকে সোঁদা মাটি বলে
এ মাটির প্রতি লোভ অনেকের; কেউ দখল নিতে চায়<
কেউ ঘর বাড়িয়ে বানিয়ে মাথা গুঁজতে চায়
কেউ চায় নিয়ন্ত্রণ
আছিরনের সে রকম কোনো আশা নেই
মাটির গন্ধ নিয়ে তার সাথে আলাপ বিলাসিতা
তাই তারে কবিরুল জিগায়- কেমুন আছো্
আছিরন হাসে; গরিব মাইনষে ক্যামুন
আসলে তো গরিব মাইনষে ক্যামন থাকে
দেশ এগিয়ে যাচ্ছে
সেখানে কিছু পিছিয়ে পড়া মাইনষের এ উত্তর তো কবিরুলের অজানা
ঢাকার চেহারা দেইখা তো কালনি নদীর ধারে মাথা গোঁজা
..............আছিরনের কথা বোঝা মুশকিল
সেকেন্ড লন্ডন বইলা খ্যাত শ্রীহট্টেও এমুন মানুষ আছে
কবিরুল হাসে-খালা দেশের মানুষ তো বালাই
আছিরন আবারো হাসে-
বলে আমগো বাঁচন আর মরণ
তোমরা বাঁচলেই অইলো। বাইঁচা থাকো বাবা
সেই বেঁচে থাকনের জন্য কবিরুলরা ঘোরে; মেকি হাসি ঝুলিয়ে থাকে ঠোঁটের কোনায়
ফেসবুকায়; ব্লগায়; আর নানা কতা কয়
আবার ভয়ে চুপসে আসে।
সাদা ?
মনের শান্তি উধাও। তারচে আছিরনই বালা। এত্ত ভাবনা নাই।
কোন জীবনটা চাইবে কবিরুল-
আছিরণের মত।
নাকি আছিরন কবিরুলের মত হোক তা চাইবে সে
সমাজ বিজ্ঞানীদের ব্যাখ্যা জানবার মুনচায় কবিরুলের
কিন্তু এত গবেষণা কঠিন
গুগলে গোত্তা মাইরা কিছু পাওয়া যায় না ভাবে কবিরুল-
তাহলে হতো বিদ্যা জাহির ।
কিন্তু পেটের ক্ষিদা; মাথা গো*জার ঠাঁই কি মিলবে; মিলবে কি নিরাপত্তা
সে প্রশ্ন মাথায় ঘোরে
মাটি- সোঁদা মাটি; আমার প্রিয় মাটি প্রিয় স্বদেশ-ভালোবাসি
©somewhere in net ltd.