নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

'আষ্টাদশী' -মানবজমিনের জন্য শুভ কামনা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯



মানবজমিন- আজ আঠারোতে। মানবজমিনের ভাষায় 'আষ্টাদশী'। অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে কাগজটি আপসের এই সময়েও টিকে আছে মাথা উঁচু করে। এর পেছনে যে মানুষটি তিনি মতি ভাই (মতিউর রহমান চৌধুরী)। তার সীমাহীন প্রশ্রয়ে আমি তারেক মোরতাজা। এ রকম আরো অনেকে এ নগরে সম্বাদিক হিসাবে প্রতিষ্ঠিত।



মতি ভাইকে আমার শ্রদ্ধার বড় কারণ- তিনি নিউজের আইডিয়া জেনারেট করেন এবং সেটির সফল বাস্তবায়ন করেন। একনিষ্ঠ গণমাধ্যমকর্মী তিনি; খবর সত্য হলে কোনো ছাড় নয়। তিনি বস নন; সহকর্মী; আমি এভাবেই তাকে চার বছর পেয়েছি। আমার তথ্য মজদুরির জীবনে এটা অনেক বড় পাওয়া।



এ নগরে এখনো আমি যখন দেখি মাথার উপরে আকাশ ভেঙ্গে পড়ছে- নিশ্চিতভাবে। 'বড় ভাইয়েরা' সে সময় ব্যস্ত কিম্বা পলায়নপর হলেও একজন আশ্রয়ে-প্রশ্রয়ের ছাতাটা উঁচিয়ে রাখেন এবং রাখবেন - তিনি মতি ভাই।



মানবজমিন ছাড়া মতি ভাই; মতি ভাই ছাড়া মানবজমিন ভাবা যায় না। মানবজমিনের এ আনন্দদিনে যাবার কথা ছিল; কিন্তু শরীরে ঝং -ধরেছে; সরাই সহযোগির ( চিকিৎসক) কাছে যাওয়ায়; মানবজমিন অফিসে যাওয়া হয়নি।



মানবজমিন কোনো রকমের ব্যাক্তিগত ধান্ধা ফিকির ছাড়া টিকে ছিল; এখনো আছে। সামনেও থাকবে। শুভ কামনা।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

আরণ্যক রাখাল বলেছেন: শুভ কামনা

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৭

মোরতাজা বলেছেন: :)

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৫

সিরাজুস সালেকিন বলেছেন: অফিসে দাওয়াত থাকল। যে কোনদিন চলে অাসেন। :-B :-B :-B

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৩

মোরতাজা বলেছেন: শিওর।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: যেদিন যাবু সেদিন জানাবু।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৩

মোরতাজা বলেছেন: :)

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৫

এ কে এম রেজাউল করিম বলেছেন:
আমি এদের খবর তেমন বিশ্বাস পাই না ।
আগে তাদের কিছু খবর জামাতী ঘেশা পেয়েছি ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৫

মোরতাজা বলেছেন: সংবাদ কখনো নিরেপেক্ষ হয না। সত্য ঘটনার বর্ণনা কারো কােরো কাছে কোনো দলের পক্ষে যায় বলেই মনে হতে পারে! তবে মানবজমিন কখনোই ঘেঁষাঘেষিতে ছিল না; এটা জানি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.