নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

প্রতিদিন 'বন্দুকযুদ্ধ' হয় জানি; কিন্তু জঙ্গি ছিনতাই করা, কিম্বা জঙ্গিরা এ দেশে আইনের আওতায়

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০১

বিক্ষিপ্ত ভাবনা-



যদি মিডিয়ার তদন্ত রিপোর্ট সঠিক হয়- তাহলে ২০০৪ সালে ফেব্রুয়ারি, ২০১৫ সালের ফেব্রুয়ারি- আক্রান্ত দুজন লেখক (ড. হুমাযূন আজাদ এবং অভিজিৎ রায়) একই জঙ্গি গোষ্ঠী দ্বারা আক্রান্ত। তাহলে মহাজোট সরকার জঙ্গী দমনের কথা বলে ক্ষমতায় এসে এবং দ্বিতীয় দফায় ৫ জানুয়ারী নির্বাচন না হলে জঙ্গিরা ক্ষমতার মদত পাবে বলে যে কথা বলেছিল- সেটার ভিত্তি সম্পর্কে আমার জানার ইচ্ছা।



আশা করি এ ইচ্ছাকে কেউ রাজনৈতিক বিবেচনা করবেন না।



সমাজ রাষ্ট্র আর রাজনৈতিক দলগুলোর নিত্যকপটতার কারণের এ প্রশ্ন মনে এসেছে। যে কোনো বিচারে অভিজিতের উপর হামলা ও তাকে হত্যা করা জঘন্যতম অপরাধ। তার হত্যাকারীদের খুঁজে বের করে সরকার শাস্তি নিশ্চিত করবে- এ আশা করতে পারি।



এর আগে একজন মওলানা খুন হয়েছেন; টিভি উপস্থাপক; সরকার তার খুনেদের ধরতে পারেনি। সাগর রুনি খুন হযেছে; তারো একই হাল।অধ্যাপক আফতাব খুন হয়েছেন- সম্ভবত ওই মামলা এখন তামাদি।



এ রকম আরো অনেক খুন।



প্রতিদিন 'বন্দুকযুদ্ধ' হয় জানি; কিন্তু জঙ্গি ছিনতাই করা সরকার সমর্থকরা (গণমাধ্যমের খবর অনুযায়ী), কিম্বা জঙ্গিরা এ দেশে আইনের আওতায় বিচারিক প্রক্রিয়ায় সময় কাটানোর সুযোগ পায়। ভাবতে ভালো লাগে- দেশের আইনের শাসন সুপ্রতিষ্ঠিত।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৪

ঢাকাবাসী বলেছেন: জঘন্য অবস্হা!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৭

মোরতাজা বলেছেন: কার?

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪১

চলতি নিয়ম বলেছেন: এর আগে একজন মওলানা খুন হয়েছেন; টিভি উপস্থাপক; সরকার তার খুনেদের ধরতে পারেনি।

আপনি তাকে মওলানা বলছেন অন্যদিকে আরেকদল বলছে অন্য কথা !!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

মোরতাজা বলেছেন: কে কি বললো; সেটাও অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে মানুষকে হেও করা; ছোট করে দেখার আমার স্বভাবে নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.