নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক ফোঁটা বৃষ্টি
জমে গেলো তোমার ঠোঁটে; চোখের পাতায়
ধুয়ে নিলো কাজল
এক ফোঁটা বৃষ্টি জানিয়ে গেলো-
মেঘ করে যাওয়া আকাশের; বাঁধ ভেঙ্গেছে
অসুখ করবে; শিশু-বৃদ্ধার
এক ফোঁটা বৃষ্টি
নিমিষেই মিলিয়ে গেলো
রিছংয়ের স্রোতে
এক ফোঁটা বৃষ্টি
হুট করেই নামলো শান্ত দিঘীর জলে
জানিয়ে গেলো- এসেছিল সে
এক ফোঁটা বৃষ্টি
জমে থাকলো বাটফুলে
মিশে গেলো পাহাড়ের চূড়ায়।
এক ফোঁটা বৃষ্টি
জমে থাকলো
তােমার নাকের ডগায়
ফাল্গুনী দুপুরে-একাকী।
০৪ ঠা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৮
মোরতাজা বলেছেন: ধন্যবাদ।
২| ০৪ ঠা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১২
শুভ্র বিকেল বলেছেন: দারুন!
০৪ ঠা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৯
মোরতাজা বলেছেন: ধন্যবাদ।
৩| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ৮:২৬
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় অনেক ভাল লাগলো ।
০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ৯:১৭
মোরতাজা বলেছেন: মাই প্লেজার।
৪| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ৮:৫১
আহমেদ জী এস বলেছেন: মোরতাজা ,
এক ফোঁটা বৃষ্টির মতোই মনে হলো কবিতাটি, এই রাতে একাকী ।
০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ৯:১৬
মোরতাজা বলেছেন: অনেক ধন্যবাদ আহমেদ জী এস
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০১
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর