নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

নিতম্বের উপর শিপন জর্জেট গড়িয়ে যাবে রোদ্দুরে বিকালে

১০ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৪৫

তোমার মেদ মুক্ত শরীর

কিম্বা

উন্নত বক্ষের উপর কাপড়ের আস্তরণ

নেশাতুর চাহনির উপর ক্যামেরার ফ্ল্যাশ



যেটাকে আমরা নাম দিয়েছি মডেলিং- রেম্প



বহু দিন স্টমাক স্ট্পাল করে তুমি চিকনাই কমিয়েছো

গ্রিণ টি চুবিয়ে খেয়েছো গরম জলে,

চিনির স্বাদ বিসর্জন দেবার পর



তোমার বাজর দর উঠেছে মধু মূল্যে



৬০ টাকার চিনির বদলে তোমার মূল্য ৬০০ টাকার মধু



পিপঁড়ারারা তোমার পিছু



নানা নামে গজিয়েছে কিছু স্টুডিও

মেকওভার সেলন- নগরে তোমরা এনেছো অর্থণীতির মৌলবাদ

বাজার বাড়াতে হলে লাগে এ - সব আরো কত্ত কি





চাষাবাদ চলছে নারী



পণ্য হিসাবে তুমি আর কতু দূর গেলে আমাদের নারীবাদীরা বলবেন

বেশ হয়েছো, এবার থামো- আর না



অথবা আর কতবার তোমার মূল্য নির্ধারণি সভা হবে

তোমাকে বলা হবে নারী-

তোমার ছোট বক্ষ যুগল আরেকটু উন্নত করে মেলে ধরো

কিম্বা তুমি

তোমার কোমারের উপর ছড়িয়ে দাও চুল বেনি করা লাগবে না



নিতম্বের উপর শিপন জর্জেট গড়িয়ে যাবে রোদ্দুরে বিকালে



বয়সি পুরুষের কাছে তুমি লোভনীয় আরো

অল্প বয়সীর কাছে রোমান্সের সাথী



তোমার চোখের সামনে অগুনতি স্বপ্ন- তুমি স্টার হবে; তারকা



রাতের আকাশের তারার মত মানুষের বুকে জলবে,

চোখের তারায় কামের আগুনে পুড়ে রচিত হবে নতুন এক পৃথিবী



ক্ষোভ; কষ্ট বেদনা সব মিশে যাবে তামাকের ধোঁয়ায়



সামনে তাকালে অনিন্দ্য সুন্দর পাহাড়ের চূড়া, মেঘ আটকে যাচ্ছে

নিচে বসে আছি তুমি আমি-



কামাগুন জলে যাচ্ছে নগর; বাণিজ্যের বেসাতিতে তোমরা উদোম করেছো ইনোসেন্ট মেয়েদের শরীর

কী দারণ!



আমরা এগিয়ে যাচ্ছি

যাচ্ছি অনেক দূরে-



তবে দূরের ঠিকানা নেই!



মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫০

যোগী বলেছেন:
ভালোতো :)

১০ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫৮

মোরতাজা বলেছেন: যোগী বলেছে, তার পর খ্রাপ হওয়ার চান্স আছে!

২| ১০ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৩

সাবু ছেেল বলেছেন: নিতম্বের উপর শিপন জর্জেট গড়িয়ে যাবে রোদ্দুরে বিকালে - কথাটি আমার বেশ পছন্দ হয়েছে।সেক্সি,আবেগময় কবিতা আমার খুব ভালো লাগে।আমিও অনেকগুলো লিখেছি।পাছে ব্যান হয়ে যাই;সেই ভয়ে পোষ্ট করিনা।কেননা,সামুতে আমি প্রায় ১৬ মাস ব্যান ছিলাম।অপরাধ - বিম্পি-জামাতের নিকুচি করা!!

১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৩

মোরতাজা বলেছেন: সামু যে কখন কারে কি করে বোঝা মুশকিল। আমার অনেকগুলো পোস্ট মুচে দিযেছে। আমি এর নিন্দা করি। এটা মত প্রকাশের উপ্রে হস্তক্ষেপ বলৈই বিবেচনা করি।

৩| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১৪

ফিলিংস বলেছেন: আমরা এগিয়ে যাচ্ছি
যাচ্ছি অনেক দূরে- সামনে তাকালে অনিন্দ্য সুন্দর পাহাড়ের চূড়া, মেঘ আটকে যাচ্ছে
নিচে বসে আছি তুমি আমি-

১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৪

মোরতাজা বলেছেন: :)

৪| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:২১

সেলিম আনোয়ার বলেছেন: নারীরা বৈষম্যের স্বীকার । ভোগ্য পণ্য হিসেবে দেখা অনৈতিক। তারা মানুষ । শ্রদ্ধা থাকলো তাদের জন্য ।

১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৪

মোরতাজা বলেছেন: শ্রদ্ধা আমাদের সবার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.