নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

কেন্দ্রীয় ছাত্রলীগের নিষেধাজ্ঞায় নারী কর্মীদের কমর্সূচি বাতিল

২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫২

'''এক নারী প্রায় অর্ধনগ্ন অবস্থায় দৌঁড়ে ঢুকে পড়েন রোকেয়া হলে। এলোমেলো শাড়ি আর ছেঁড়া ব্লাউজে ওই নারীর চোখেমুখে ভয়-আতঙ্কের ছাপ ছিল স্পষ্ট। টিএসসি'র রাজু ভাস্কর্যের কাছে কিছু যুবকের হাতে চরমভাবে লাঞ্ছিত হয়েছিলেন তিনি। পরে ওই হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশাত কাশফিয়া ইরা তাকে পুনরায় শাড়ি পরিয়ে দেন।



ছাত্রলীগের বাতিল করা ওই প্রতিবাদ কর্মসূচির অন্যতম আয়োজক ছিলেন ইশাত কাশফিয়া ইরা। রবিবার তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, বড় প্রোগ্রামগুলোয় টিএসসি এলাকায় এ ধরনের যৌন নিপীড়ন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।



তারা কেন প্রতিবাদ কর্মসূচি বাতিল করেছেন- এমন প্রশ্নের জবাবে ইরা বলেন, 'আমাদের অবশ্যই সিনিয়র নেতাদের নির্দেশ পালন করতে হয়। আমাদেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে।' এর বেশি কিছু বলতে অস্বীকৃতি জানান রোকেয়া হল শাখা ছাত্রলীগের এই সাধারণ সম্পাদক।'''



বাংলা ট্রিবিউনের কিছুক্ষণ আগের খব্বর।



মন্তব্য: নিষ্প্রয়োজন।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৯

মুর্তজা হাসান খালিদ বলেছেন: আপনিও মোরতাজা :) !:#P

২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২১

মোরতাজা বলেছেন: জি ভাই!

নিউজ লিঙ্ক

http://www.banglatribune.com/কেন্দ্রীয়-ছাত্রলীগের-নিষ

২| ২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৭

নীল আকাশ ২০১৪ বলেছেন: তবে ছাত্রলীগ নেতা যে কিনা ঐ মেয়েকে বস্ত্রহীন করেছেন, তাকে পুনরায় বস্ত্রদানের মাধ্যমে তিনি কি তার নেতার আদেশ অমান্য করলেন না?

২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫২

মোরতাজা বলেছেন: হতে পারে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.