নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানি প্রিয়তমা
বন্দুকের নলের সামনে টিকে থাকা মুশকিল
চেষ্টা করতে দোষ কি বলো
মৃত্যু হবেই ; তাই বলে মওদুদের মত বাঁচবো!
সব সময় সরকারি দলে থাকা তো সম্ভব না
এ ভাবে আর কত লেয়াঁজো করে চলবো--- খোকার মত।
কতবার আমি নিজের ঘাটের টাকা খরচ করে গ্রেপ্তার হয়ে
আন্দোলন থেকে দূরে থাকবো বলো!
তার চেয়ে এই ভালো-- সব মেনে নিয়ে
আমি এমাজ--রিজভী--আইভি-- জুনায়েদ সাকী হবো
অমি কখনো অস্বীকার করবো না আমার অপরাধ
কখনোই আমি মুজাহিদ হবো না। নিজামীর মত বলবো না সব মিডিয়ার সৃষ্টি
জানি প্রিয়তমা
আনিসুলের মত আমার ভাই নেই
তার সম্মোহনী ক্ষমতা আমাকে রাতারাতি নির্বাচনি টিকিট এনে দেবে!
মাহির মত আমার পেছনে--- প্রেসিডেন্ট বাবা নেই।
রাজনৈতিক পরিবার নাই।
তাবিথের মত আমার বিত্তবান পিতা নাই---
নাই আমার মেয়র হবার বাসনা
তবে আমি সাঈদ খোকনের মত সততা নিয়ে চলতে চাই
মির্জা আব্বাসের মত স্ত্রীকেও বের করে আনতে চাই চার দেয়ালের বাইরে
হাল ছেডেনো
পোষা কুকুর হতে পারিনি বলে আমি হেরে যাবো ।
হতে পারে না; মানুষ কখনো হারে না
নির্বাচন কমিশনের দুয়ারে যাবো না
আমি রকিব হবো না--- মইন--ফখর হবো না
মাসুদ হবো না--- রেস্টুরেন্ট খুলবো না কখনোই
মানুষ হতে এসেছি। মানুষ হবার চেষ্টা করে যাচ্ছি---
মানুষের মনের কথা শুনতে এসেছি--- মানুষের কথা শুনে মিলিয়ে যাবো
জানি বন্দুকের নলের অনেক শক্তি--- তারচে বেশি শক্তি প্রকৃতির।
খেয়াল দেখো--- ধবসে গেছে দরবার হল
টিকে আছে মানবতা--- এ মানবতা জাগ্রত করতে কোনো পয়সা খরচ হয়নি।
উঁচু করতে হয়নি বন্দুক!
জয় হোক মানুষের। জয় হোক মানবতার। জয় হোক বোধ-চিন্তা-মানবিকতার!
২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৩
মোরতাজা বলেছেন: মাথার উপ্রে দিয়া গেলো---
২| ২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫২
নীল আকাশ ২০১৪ বলেছেন: এত এত ভয়ংকর অপরাধের ভীড়ে নিজামী-মুজাহিদের অপরাধ খুঁজে পাওয়া গেল কেবল 'মিডিয়ার সৃষ্টি' বলাটা। অথচ বাস্তবতা হল এই যে নিজামী যে আসলে কি বলেছিলেন, তার ভিডিও ফুটেজ কখনও দেখানো হয়নি।
২৭ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৮
মোরতাজা বলেছেন: মিডিয়ার সৃষ্টি বলে একটা ভয়ঙ্কর চরমপন্থাকে উস্কে দিছিলো নিজামী। শব্দ না দেখে শব্দের পেছরেনর দুৃশ্যটা কল্পনা করলে জওয়াব পাইবেন।
©somewhere in net ltd.
১| ২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৮
ময়না বঙ্গাল বলেছেন: কী ডাক ডাকে বনের পাতাগুলি কার ইশারা তৃণের আঙ্গুলি