নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

তিরিশ মে আনন্দ দিবস!

১২ ই মে, ২০১৫ দুপুর ১২:২৩

তিরিশ মে আনন্দ দিবস--- উল্লাসের ছবিতে ভরে যাবে খবরের কাগজের পাতা। টিভি পর্দায় এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভে সিক্তদের বিজয় উৎসব। এ উৎসব আমরা বছরের পর বছর ধরে উপভোগ করে আসছি। অসাধারণ এ আনন্দময় উৎসবটা সার্বজনীন। কিন্তু সাবেক বাম হালে আম্লীগ এবং প্রশ্নপত্র ফাঁসের কারণে দেশটাকে এনালগ স্বাদ দেবার পক্ষীয় মুন্ত্রী নাহিদ দাদু এবার নতুন ফন্দি আঁটলেন। বললেন প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফেসবুক, ব্লগ এমনকি মোবাইলফোন বন্ধ রাখার বিষয়টি খতিয়ে দেখছে তার মন্ত্রক।
বিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হত্যা দিবসে তিনি সদ্য কৈশোরত্তীর্ন মাসুম বাচ্চাদের নিয়ে উৎসব করবেন নাহিদ দাদু। পরীক্ষার ফল উৎসব। নাহিদ দাদুর মত এ রকম এক জন অসাধারন শিক্ষামুন্ত্রী কীভাবে এ রকম সিদ্ধান্ত নেন সেটি বোধগম্য নয়। এটা কি খালদা জিয়ার জন্মদিন ১৫ আগস্ট পালনের প্রতিশোধ। জন্ম-মৃত্যু দিবস তো সৃষ্টিকর্তা নির্ধারিত। তাই এটা নিয়ে বাদানুবাদ খুবই প্রাসঙ্গিকভাবেই অপ্রাসঙ্গিক। তাই জন্ম-মৃত্যু দিবস ঘিরে এটাকে প্রতিশোধের রাজনীতি বলেই মনে হচ্ছে। এ রাজনীতিটি সরকার সার্বজনীনভাবে করতে চাচ্ছে---সাবেক বাম নেতার মাধ্যমে। উদার গণতান্ত্রিক প্রগতিশীল সরকার বাহাদুর প্রতিশোধের রাজনীতিটি অগ্রহণযোগ্য । ইচ্ছাকৃতভাবে এমন মাসুম বাচ্চাদের নিয়ে উৎসবেরে জন্য জিয়ার হত্যা বার্ষিকীর---দিনটি বেছে নেয়াটা কোনো বিচোরেই যৌক্তিক হতে পারে না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৫ বিকাল ৩:০৪

জনতার রায় বলেছেন: জমায়াত ক্ষমতায় গেলে (বিএনপি কন্দিন যাবেনা - তা ১০০% কনফার্ম) ফল প্রকাশের দিন ফেলবে ১৫ই আগস্ট।

১২ ই মে, ২০১৫ বিকাল ৩:২০

মোরতাজা বলেছেন: ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.