নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

নিজেকে মুন্ত্রীর আসনে বসিয়ে শুনেও না শোনার ভান করে থাকলাম

২৮ শে মে, ২০১৫ দুপুর ১২:৪৭

ভাই; ব্যবসা বাণিজ্য খুব খারাপ? - সেলুনের ছেলেটা বলে।
ক্যান? পাল্টা প্রশ্ন করি।
ব্যবসা নাই। চুল দাড়িও মানুষ কাটছে কম।
-- অনেক ব্যবসা তাই সময় পাচ্ছে না। বল্লাম আমি।
--- না ভাই, ব্যবসা থাকলে সবাই ফিটপাট থাকে।

হুুমম

-- ভাই, যেভাবে চলছে, না খাইয়া থাকতে হবে। না খাইয়া মরে যেতে হবে।

কোনো কথা বল্লাম না। নিজেকে মুন্ত্রীর আসনে বসিয়ে শুনেও না শোনার ভান করে থাকলাম।

ও আবার বলছে-- দুাই টাকা ইনকাম হলে ১ টাকা খরচ করতাম। কিন্তু ইনকাম নাই খরচ করমু ক্যামনে।
বাড়িত যামু। কিন্তু টাকা নাই। লিচু নামছে, মারে একশ লিচু খাওয়ামু । টাকা নাই।

সকালে ইস্কাটনে সেলুনে সেভ করতে গিয়ে অনাহুতভাবেই সেলুনে ২১ বছর বয়সী ছেলেটার কাছ থেকে কথাগুলো শুনছি। আর মেলানোর চেষ্টা করছি--- এদের কথামালা কি সরকার বাহাদুরের কানে পৌছায়?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৫ বিকাল ৪:০১

অন্তর মাশঊদ বলেছেন: ভালো লাগলো।

২৮ শে মে, ২০১৫ বিকাল ৫:৪৪

মোরতাজা বলেছেন: আমি ভাই কষ্টের কথা জানালাম। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.