নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

এবার মাঠ ছেড়ে সীমান্তে নজর দিন বঙ্গবাসী

২৫ শে জুন, ২০১৫ সকাল ১১:০৫

যাক এবার মাঠ ছেড়ে সীমান্তে নজর দিন বঙ্গবাসী। নায়েক রাজ্জাক কে ফেরত না পাবার নবম দিন ।
গত সপ্তাহের বুধবার রাজ্জাককে অপহরণ করে মিয়ানমার বর্ডার পুলিশ- বিজিপি।
হতাশার কথা হলো পতাকা বৈঠক হবে শুনছি। এখনো হয়নি ।
রক্তাক্ত রাজ্জাককে গাছের সাথে বেছে রাখার মৃদু প্রতিবাদ সংসদে হয়েছে। এটা একটা ভালো খবর ।
সবাই নিশ্চিতভাবে একমত হবেন --- মিয়ানমারের খোয়াড়ে রাজ্জাক নয়। পুরো বাংলাদেশ ।
রাজ্জাক এখানে প্রতীক মাত্র । দল আপনার যা-ই হোক ; মত আপনার ভিন্ন হোক --- সীমান্ত কিন্তু একটা ।
তাই সীমান্ত সন্ত্রাস বন্ধে আমাদের উদ্যোগ দরকার ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৫ সকাল ১১:১৯

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: নাহ ঐদিকে আমরা নজর দিব না। আমাদের সরাস্ট্রমন্ত্রী বলেছেন না ওটা ভুল বোঝাবুঝি। আমরা শুধু আনন্দ করতে চাই। এই সব লজ্জাজনক নিউজ আমাদের মনে রাখার দরকার নাই।

২৫ শে জুন, ২০১৫ দুপুর ২:৫৪

মোরতাজা বলেছেন: হুমমম। দল আপনার যা-ই হোক ; মত আপনার ভিন্ন হোক --- সীমান্ত কিন্তু একটা।

২| ২৫ শে জুন, ২০১৫ সকাল ১১:৩৬

ঢাকাবাসী বলেছেন: এক নায়েক রাজ্জাকের জন্য এতো কিছু? কত হাজারো বাঙালী সমুদ্রে বিদেশ বিভুঁয়ে বেকার অভুক্ত অসহায়ের মত মরছে তাদের খোঁজ কে নেয়?

২৫ শে জুন, ২০১৫ দুপুর ২:৫৪

মোরতাজা বলেছেন: রাজ্জাক এখানে প্রতীক মাত্র । দল আপনার যা-ই হোক ; মত আপনার ভিন্ন হোক --- সীমান্ত কিন্তু একটা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.