নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হজ ফ্লাইট শুরু হলো আজকে। আল্লাহর অতিথিরা বিমানে চড়ছেন। মনোরম দৃশ্যটা দেখে চোখে পানি চলে আসলো। আবার কবে যাবো। মনটা মানছে না। আবার যেতে চাই। বাচ্চাদের নিয়ে উমরায় যাবার ইচ্ছে ছিল। কিন্তু সরকার বাহাদুর সৌদি সরকারের সাথে সমস্যার সমাধান করতে পারেনি। তাই উমরার দরজা খোলেনি সে দেশের সরকার। আমাদেরো যাওয়া সম্ভব হয়নি।
পৃথিবীর বহু জায়গায় গেছি। বার বার গেছি। কিন্তু হজে যাওয়ার মত এত প্রশান্তি জীবনে দ্বিতীয়বার স্মৃতিতে জমা হয়নি। আল্লাহ যেনো আমাদের হজের জন্য আরো বহুবার কবুল করেন, আমীন।
যারা হজ যাত্রা করছেন সে সেব সৌভাগ্যবানদের জন্য শুভ কামনা। সঠিকভাবে তারা যেন হজ পালন শেষে ফিরে আসতে পারেন। আল্লাহ নিশ্চিতভাবে হজ যাত্রীদের হজের কাজকে সহজ করে দিয়ে থাকেন। আশা করি বাংলাদেশের হজ যাত্রীরা আল্লাহর সে নেয়ামত উপলব্ধি করতে পারবেন।
১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩০
মোরতাজা বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:২৩
ঠুনকো বলেছেন: আমিন।