নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

লাল টি-শার্ট আর নীল প্যান্ট পরা শিশুটির নাম আয়লান!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

বিষাদের কালো মেঘে ঢেকে আছে মনটা। লাল টি-শার্ট আর নীল প্যান্ট পরা শিশুটির নাম আয়লান কুর্দি৷ তুরস্কের এক উপকূলে তার দেহ পাওয়া গেছে৷ সিরিয়ার গৃহযুদ্ধ থেকে বাঁচতে সে দেশের হাজার হাজার মানুষ দেশ ছেড়ে এখন ইউরোপের দিকে ছুটছেন৷ এ ক্ষেত্রে তারা প্রথমে নৌকা করে সাগর পাড়ি দিয়ে তুরস্ক, কিংবা ইটালি ও গ্রিসে পৌঁছচ্ছেন৷ এমনই এক নৌকা গ্রিস ও তুরস্কের মাঝামাঝি সাগরে ডুবে গেলে ১২ জন সিরীয় নাগরিক নিহত হন৷ ছোট্ট শিশুটি তাদেরই একজন বলে মনে করা হচ্ছে৷
সমান বয়সী আমারো একটা সন্তান আছে। পৃথিবী এত নির্মম, এক নিম্ন রাজনীতির আর মানসিক দৈন্যতায় ঠাসা! সেখানে--- আমরা গাইতে পারিনা এখন ---' আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই।' বড়ই হতভাগা আমরা। বঙ্গ থেকে ই্ওরোপ; মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা শিশুদের জীবন কতটা ঝুঁকিতে এটা তার ক্ষুদ্র উদারহণ মাত্র!

প্রথম ছবি প্রিয় ডট কম থেকে নেয়া।
দ্বিতীয় ছবি: ডয়চে ভেলের সৌজন্যে



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.