নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একাত্তরের মানুষ রক্ত দিয়েছে পাকিস্তানকে পরাজিত করে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করার জন্য । এখন রক্ত পিপাসু হায়েনারা দেশটাকে পাকিস্তান বানাতে যার পর নাই ধ্বংস লীলা চালিয়ে যাচ্ছে । সরকার বলছে তদন্ত হচ্ছে ! কবে শেষ হবে এ সব তদন্ত। কবে বিচার । কেবল হামলা-মৃত্যুর সারি লম্বা হচ্ছে ।
বিচার কি রাজনীতির বাইরের মানুষের কপালে জোটে?
ইতিহাস সাক্ষ্য দেয়, জোটে না ।
এত রক্তের ওপর পা চালিয়ে কোন সুখ পেতে চায় নরাধমরা । জানবার বড় ইচ্ছা ।
তবে সব জানার ইচ্ছা প্রকাশ করাটাও বিপদের । তবুও মুখটা বন্ধ রাখা মুশকিল ।
বিপরীত মতের কথা বলে এ সব হামলাকে গোড়াতেই ভিন্ন পথে না ঠেলে অপরাধীদের ধরে একটা শাস্তিমুলক পদক্ষেপ দেখার জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে?
০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪০
মোরতাজা বলেছেন: হুমমমমমম
২| ০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনিও কি সেই প্রোপাগান্ডার অংশ হয়ে গেলেন? স্বেচ্ছায় বা অনিচ্ছায়?
পাকিস্তান হতে যাবে কোন দু:খে! সেতো অতীত! এবং তারা দু:স্বপ্নেও তা ভাবলে তা দু:স্বপ্ন হয়েই থাকবে।
বর্তমান নিয়ে বলুনা।
অনির্বাচিত স্বৈরাচারিতা নিয়ে বলুন। তারা নিজেদের অনির্বাচিত স্বৈরাচারিতা ঢাকতেই যে জাতিকে একের পর এক ঘোল খাইয়ে যাচ।ছেনা তা কে বলতে পারে?
সুষ্ঠু তদন্তের আগেই যখন ব্যক্তি বা দলের প্রতি ইংগিত করে উপর মহল তখন কোন পুলিশের সাধ্য আছে সথ্য বের করে। আর যদিবা বের করে তার যে বদলি বা শাস্তি হবেনা তার নিশ্চয়তা কোথায়?
যে কোন ঘটনায় উপকারভৌগীই সাধারন ঘটনার ক্রীড়নক হয়ে থাকে অথবা ইন্ধন দাতা হিসাবে থাকে!
প্রহসনের নির্বাচনের পর থেকে সকল ঘটনা গুলো বিশ্লেষন করুন সাদা চোখে! কোন পরাজিত বিদেশী জুজুর চেয়ে দেশীয় বাস্তবতাটুকু দেখবনে সামনে চলে আসবে।
বাবুদের যেমন বাবা- মা ভয় দেখায় রাতে বাইরে যাও ঠেকাতে- যায়না ভুত আসবে!
জাতিকে কি সেভাবেই জুজুর গল্প শোনানো হচ্ছে না?
০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১২
মোরতাজা বলেছেন: পাকিস্তানের মতই তো্--- রক্ত ঝরছে। তারপর আম্রিকান ড্রোন নামবে; কার্পেট বোমা। ইনডিয়ান সৈন্য। হুমমম
৩| ০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
বাংলার জামিনদার বলেছেন: পুরাই ফাউল সিষ্টেমে চালু হইছে। এইসব বালছাল ঠেকাইতে না পারলে সরো। যে পারে তারে আসতে দাও। নাইলে আমরা মরি, বাচি যা হয় হবে। পছন্দ হইলোনা, একজনরে কোপাইয়া মারলা। কোনো বিচার নাই। ভালই তো। আমার সাথে একজনের সত্রুতা, কোপাইয়া মাইরা কইলাম, শালা ব্লগার। বেশ কাম ওখানেই শেষ। ভালই তো।
০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
মোরতাজা বলেছেন: হুমমম
©somewhere in net ltd.
১| ০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৫
জেকলেট বলেছেন: অন্ধকারের পথে যাত্রা। অশুভের দিকে যাত্রা। ঠিকানা বিহীন ধ্বংসের পথে যাত্রা। এই যাত্রায় পা বাড়ানো সহজ কিন্তু ফিরে আসা খুবই কঠিন.। কবে যে সবাই এটা বুঝবে????