নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

গলে গেছে মোমের শরীর-- নুয়ে পড়েছে উন্নত বুক ---

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪০

স্থির হয়ে থাকা চোখের পাতা নামিয়ে দেয় মেয়েটি
সলজ্জ হাসি- কুড়ি বছরের যৌবন--
পুড়িয়ে গেছে বহু পুরুষের হৃদয়---হাসি
কাম-কামনা সব একসাথে
গলে গেছে মোমের শরীর-- নুয়ে পড়েছে উন্নত বুক ---বক্ষ বন্ধনীও টেনে তুলতে পারছে না!

---হাসিটা তবুও বেশ টিকে আছে! সে কি সুখের? নাকি অসুখে!

বিস্ময় বালিকা চোখে----
চোখের পাতা মুড়ে পুড়তে থাকে---
লজ্জাবতী---লজ্জায় নুয়ে পড়া---গুটিয়ে নেয়া স্পর্শের সকালের মতই--- পরপুরুষের করতলে মথিত হয়---

ভিজে যায় নোংরা জলে---

কাম--কামকলা--কামজ্বালার চে' তার কাছে এখন--
নগদ টাকাটাই মুখ্য---
প্রেম? সে তো দুঃস্বপ্ন! ভালোবাসা? লুটুপুটি খায়---টাকার উপর!

বস্ত্রবালিকা হয়ে এসেছে নগরে--- এত চাকচিক্য--- এ রূপ--- এত সুধাকর এখানে---সেখানে ---সবখানে
এত কিছু--- একজীবনে এত--- সব তার চাইত না মন--- টুপ করে দরজায় লাগিয়ে সস্তা কোনো পাউডার মেখেই
স্বামীর বুকে মাথা রেখে জোছনা দেখতে চেয়েছিল মেয়েটি!

হয়নি--
হয়নি --
হবেও না কখনো

তাই এখন ---
সূর্য ডুবে গেলে সে একটি করে দিন গোনে--- সপ্তাহে চার কিম্বা তিনদিন শোয়

কত রঙ্গের পুরুষ তাকে চেখে দেখে---

ঘেন্না? আগে হতো--- এখন হয় না--- দিন শেষে কিছু টাকা জমে

তার-তাদের শরীরের ওপর ভর করে রাজনীতিক, নিরাপত্তারক্ষী---দালাল টিকে আছে!

--- কামুক কুপুরুষ---বহুগামি বহু পুরুষের ক্সুধঅ মিটছে!

বুকের ওপর হাত বোলালে শির শির করতো গা --- এখন?
এখন আর অবশিষ্ট নেই কিছু। কবে মিলবে মুক্তি!

ভাবনা---ঘোর-- সময় দ্রুত ফুরিয়ে যেতে থাকে।
আয়নায় নিজেকে দেখে মেয়েটি ---
বহু কিছু তার পাওয়ার কথা ছিল পায়নি সে!
পাবেও না! পাবেও না কিছু আর !

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৭

কিরিটি রায় বলেছেন: এখন আর অবশিষ্ট নেই কিছু। কবে মিলবে ------- মুক্তি!

ভাবনা---ঘোর-- সময় দ্রুত ফুরিয়ে যেতে থাকে।
আয়নায় নিজেকে দেখে মেয়েটি ---
বহু কিছু তার পাওয়ার কথা ছিল পায়নি সে!
পাবেও না! পাবেও না কিছু আর !

অপরাধ ক্ষমা করবেন। উদ্দৃত আপনার লাইনে কাটাছেড়া করেছি বলে!

অসাধারন! দারুন!! খূব গভীর থেকে অনুভব করছেন।

++

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৮

মোরতাজা বলেছেন: অনেক ধন্যবাদ। কিরিটি রায়।

২| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২২

রহস্যময় ডিটেকটিভ ঈশান বলেছেন: অনেক সুন্দর হয়ছে। প্লাচ....

২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৯

মোরতাজা বলেছেন: অনেক ধন্যবাদ ।। :)

৩| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩১

সুলতানা রহমান বলেছেন: নারীর এ জীবন সুন্দর উঠে এসেছে। ভাল লাগলো। শুভ কামনা।

২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৫

মোরতাজা বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য। :)

৪| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩২

সুলতানা রহমান বলেছেন: নারীর এ জীবন সুন্দর উঠে এসেছে। ভাল লাগলো। শুভ কামনা।

২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৭

মোরতাজা বলেছেন: ধন্যবাদ । শুভ কামনা । :)

৫| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:


চমৎকার +++

২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

মোরতাজা বলেছেন: অনেক ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.