নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

নায়ক পঙ্কজ দা\'র বঙ্গীয় মিশন সম্পন্ন!

২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭

নায়ক পঙ্কজ দা'র বঙ্গীয় মিশন সম্পন্ন। এবার রাশিয়ায় গিয়া খাঁটি রেড ওয়াইনে মজো দাদা। অনেক খাঁটুনি গেছে গত ক'টা বছর। বঙ্গীয় রাজনীতিতে তোমার অবদান, উন্নয়নের জোয়ার বইয়ে দিতে চেষ্টা, বিরোধী মত দমনে থেরাপি, গুমের মত মহৌষধের সমর্থক, তিস্তার জল লইয়া তেলেসমাতিতে সফল পঙ্কজ দা।

যাওয়ার আগে দাদা আমাদের জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র করতে অনেক কষ্ট করেছো; সুন্দরবন পুড়িয়ে সামনে তোমরা বিরান করে আমাদের ঘর তোলার জমি বাড়ার পরিকল্পনা করেছো--- আমাদের জন্য তোমাদের এ অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।

অনেক বড় অবদান রেখেছো সীমান্তে, প্রতিদিন গুলি করে 'গরু বেপারি' মেরেছো; ফালানীকে পাখির মত গুলি করে মেরে কাঁটা তারে ঝুলিয়ে রেখেছো, কুয়াশা কেটে গেলে বাঁশের সাথে ঝুলিয়ে নিয়ে গেছো। বিএসএফ'র পশুত্বকে প্রভুত্বে রূপান্তর করে ফালানী খুন থেকে দায়মুক্তির ব্যবস্থা করেছো; তোমার অবদান দাদা বলে লিখে শেষ করা যাবে? এমন সাধ্য কার!

এবার একটু জিরিয়ে নাও। রাশান লাল পিয়ো, লাল চাখো। শান দাও নিজেকে । গণতন্ত্র ও উন্নয়ন অব্যাহত রাখার জন্য পরবর্তী মিশন ঠিক করে ফেলো দাদা । তোমাদের বসে থাকতে নেই । তোমরা বসে থাকলে নিরীহ মানুষগুলো জঙ্গী হয়ে যাবে! তোমরা বসে থাকলে বিশ্ব অনেক রাজনৈতিক বিনোদন থেকে বঞ্চিত হবে!

তোমার বিদায় দিবসে আজ রামপাল কানছে। কানছে বঙ্গীয় উন্নয়ন। কানছে বিএসএফ। কানছে তোমার কাছে হাঁটু গেঁড়ে বসে থাকা লোভাতুর ক্ষমতা! তোমার দীর্ঘায়ু কামনা করি। দাদা মাঝে মাঝে আসবেন। আমাদের দেখে যাবেন। যেমন রেখে গেছেন সেখান থেকে আমরা আরো কতটা এগিয়েছি। তা না দেখলে কেমনে হবে দাদা। আপনি ছাড়া আমাদের কে আছে বলেন। ভালো থাকবেন।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.