নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকাশ করি না বলে ধরে নিওনা; আমি জানি না কিছু!
কিম্বা বুঝি না; বুঝি!
তবে বোঝাতে চাই না!
বার বার মনে হয়---
কেনো দুটো কিম্বা কারো বেশি রূপ; তোমার-তোমাদের
কী লাভ বলো
দিন শেষে তো জানো ---
আশ্রয় নিয়েছো শঠতার!
নিজেকে প্রশ্ন করলে
নিজের কাছ্ই হেরে যাও
তারপর কী লাভ বলো---
তোমাদের মত 'বন্ধু-সুহৃদ-স্বজন লইয়া আমি কি করিব?'
তবুও তো নগরে জমাত ভারি করতে লোক লাগে
লোক গোনার মত; আমিও গুনি।
হিসাব তো মিলে যায়--- সেই শৈশব থেকে যুব জীবনে কারা ছিল
কারা আছে নির্মোহ আনন্দ-উল্লাসে-সুখে দুখে
নির্ভেজাল!
আমি জানি- নিশ্চিত করেই জানি
তবুও চোখ; চোখের উপরের আস্তরণ, আমাকে সব ভুলিয়ে দেয়!
লজ্জায় নত হয়ে যাই, থাকি--- বলতে পারি না।
তুমি কিম্বা তোমরা যে লুকোচুরি খেলো এটুকু জেনো, আমি তা জানি!
আমার জানার বাকি?
এও জেনো, আমি একজন ছাড়া কারো ওপর নির্ভর করি না!
করিনি কখনো!
সে আমার স্রষ্টা!
আমরই একমাত্র আপনজন!
ধন্যবাদ জেনো প্রিয় মানুষেরা।
জিতে যদি যাও, শঠতা করে
তবে আফসোস থাকবে না
হেরে গেলে কষ্ট পাবো
তোমাদের দ্বি-মুখিতায় তোমরা যদি টিকে যাওয়; ভালো থাকো
অখুশী হবো না!
ভালো থাক। থালো কাটুক তোমাদের!
২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫০
মোরতাজা বলেছেন: হুমমম। ধন্যবাদ।
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৩
রক্তিম দিগন্ত বলেছেন: অন্যরকম ছিল। ভাল লাগলো। +
২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১২
মোরতাজা বলেছেন: অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৫
জনম দাসী বলেছেন: থালো কাটুক তোমাদের... মানেটা বুঝলাম না। কবিতা ভাল হয়েছে।
২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫০
মোরতাজা বলেছেন: যারা শঠতা করছে; তাদের জন্য এ কামনা ।।
৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৯
ফেরদৌসা রুহী বলেছেন: সবশেষে সৎ মানুষেরাই সফল হয়।
অসৎ যারা তাদের সবকিছুই সাময়িক।
২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১২
মোরতাজা বলেছেন: চ্রম শত্য।
৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৫৯
রুদ্র জাহেদ বলেছেন: অখুশী হবো না!
ভালো থাক। থালো কাটুক তোমাদের!
এখনে কি ভালো কাটুক তোমাদের হবে?
সুন্দর কবিতা+
২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩
মোরতাজা বলেছেন: ধন্যবাদ। এটা আসলে কবিতার মত করে লেখা!
৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৫
নেক্সাস বলেছেন: তুমি কিম্বা তোমরা যে লুকোচুরি খেলো এটুকু জেনো, আমি তা জানি!
২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩
মোরতাজা বলেছেন: হুমমমম।
৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
মায়াবী রূপকথা বলেছেন: Nice
২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩
মোরতাজা বলেছেন: থ্যাঙ্কস।
©somewhere in net ltd.
১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
সুমন কর বলেছেন: ধন্যবাদ জেনো প্রিয় মানুষেরা।
জিতে যদি যাও, শঠতা করে
তবে আফসোস থাকবে না
হেরে গেলে কষ্ট পাবো
ভালো বলেছেন।