নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

বিশ্ববিদ্যালয়ের ভ্রিতে কোনো ইস্টিশন অইতে পারেনা!

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৭



মেট্রো রেলের একটা স্টেশন কলাভবনে করা গেলে ভালো হতো। এখানে অনেক ফাঁকা জায়গা। সারা শহরে কোনো জায়গা নাই। কলাভবন চত্বরে আইজাইরা জায়গা ফাঁকা রাখনের দরকার কি। তাছাড়া সবখান থেকে রাজনৈতিক দলে লোকজন এখানে এসে জমায়েত অয়। তার চে একটা ইস্টিশন অইলে লাভ অইতো। সামনে বিশাল একটা বিল বোর্ড তুলে দিলে বিজ্ঞাপন বাবদ ভালো ইনকামও করা যাইতো। খ্রাপ অইতো না।

আরেকটা ইস্টিশন ভিসির বাড়ির সামনেও অইতে পারে। সেখানে রাজনৈতিক তদ্বিরে যাওয়া লোকদের সুবিধা, রাজনীতির মারপ্যাঁচ খেলার এক থিয়েটার করে যাত্রা বিরতিতে থাকা মেট্রোরেলের যাত্রীদের বিনোদনের ব্যবস্থাও করা যাইতে পারে। টিকিট ১০ ট্যাকা। ৫ ট্যাকা সরকার সমর্থকদের। বাকি ২ টাকা বিশ্ববিদ্যালয়ের ৩ টাকা সিটি কপ্পোরেশনের। তাইলে তো কোনো ফ্রবলেম দেখি নঅ।

এ রকম আপনারা আরো প্রস্তাব কইরতে পারেন --- কার্জন হল একটা ঐতিহাসিক এলাকা। পর্যটকদের জন্য সেখানে আরেকখান স্টপেজ করন দরকার। দেশের ভাব এবং মূর্তি দুইটাই উজ্জ্বল করার জন্য ইহা খুব্বই দরকারি।

এ রকম দরকার, যুক্তি পাল্টা যুক্তি উন্নয়ন নিয়ে বাহাস শেষ করা যাবে না। তবে কথা একটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভ্রিতে কোনো ইস্টিশন অইতে পারেনা।

মাননীয় আরেফিন স্যার; মাননীয় আনোয়ার স্যার; মাননীয় মনজুর স্যার--- আফনেরা কুতায়। অতীতে মত শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে আসেন। নাকি ক্ষমতার লেমনচুসে আপনাদের মুখ ভারি অইয়া গেছে। খোলাসা করেন পিলিজ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৭

প্রবাসী ভাবুক বলেছেন: বিশ্ববিদ্যালয়ের ভিতরে নয়, তবে বাইরে কিছুটা দূরে হলে তো সমস্যা হওয়ার কথা নয়৷

১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩১

মোরতাজা বলেছেন: তাতে তো কারো আপত্তি নেই। আপত্তির জায়গা হলো ক্যাম্পাসের ভিতরে টিএসসি'র কাছে করা নিয়ে!

২| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮

মহা সমন্বয় বলেছেন: গুড আইডিয়া... অতি শিঘ্রই ব্যবস্থা নেওয়া হইবে। ;)

১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩১

মোরতাজা বলেছেন: ;)

৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৩

পদ্মপুকুর বলেছেন: রোকেয়া হল, শামসুন্নাহার হল, কুয়েত মৈত্রী হল, ফজিলাতুন্নেসা হল, তারপর ফজলুল হক মুসলিম হলের উল্টাপাশে যেইডা হইছে, সেই হলের ভিত্রেও স্টেশন চাই!

১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

মোরতাজা বলেছেন: হ ;) খ্রাপ কন নাই।

৪| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৭

স্বপ্নবাজ তরী বলেছেন: ক্যাম্পাসে ভিতর যখন ইস্টিশন হবে তখন ক্যাম্পাস এরিয়ায় আরো অধিক বাহিরের লোকদের সমগম বৃদ্ধি পাবে। যেটা আসলেই কাম্য না। ক্যাম্পাস ঘেঁষে ইস্টিশন করা যেতে পারে। যাতে দুরের ছাত্রছাত্রীরা সহজে বাসা থেকে ক্যাম্পাসে আসতে পারে।

১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

মোরতাজা বলেছেন: সঠিক। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.