নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

গোলাপি ঠোঁটের উপর আরেকটি ঠোঁটও প্রত্যাশিত ছিল!

১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৩

কামকাতুরে শরীর নিয়ে তার যতটা মাথা ব্যথা
তার চে বেশি তোমার-তোমাদের

শরীর পোড়ে---তড়ফায়--উপুড় হয়
এ ফোঁড় ও ফোঁড় হতে ইচ্ছে করে !

তাতে তোমার কী! তোমাদের ---
খসে পড়া সিক্ত শিশিরসম কামরস!

তোমাকে চায়নি--- তবুও তুমি-তোমরা এসেছো
বাঁধন খুলে বলেছো--- আমি মুক্ত!
আমরা স্বাধীন !

মুক্তি আমি চেয়েছি--- গোলাপি ঠোঁটের উপর আরেকটি ঠোঁটও প্রত্যাশিত ছিল
সেটি ভালোবাসার---
যৌন স্বাধীনতার নামে তোমরা বেশ্যা কারবারি !

চিবিয়ে খাচ্ছো তরুণী শরীর
এখন এখানে ইরানে !

এসে পড়ছো তোমরা
আনবিক বোমার ওপর ভর করে
মুহুর্তে ঢুকে পড়ছো এ পাড়া ও পাড়া বহু পাড়ায়!

--- কম্পমান ঠোঁট ভিজিয়ে যাবে তোমাদের নোংরা থুতু...
এরও আগে যে ঠোঁট তুমি-তোমরা চেপে ধরেছিলে
মঙ্গলীয় তরুণীর ঠোঁটে--গ্রীবায়!
স্তনের বোটা নোংরা করেছিলো---সেই একই ঠোঁট!

ভালোবাসতে তোমরা আসনি --- ভালোবাসতে পারো না তোমরা---
মায়ার জালে জড়িয়ে তুমি-তোমরা একেকটা সকাল আমার জন্য নিয়ে আসছো---
উদারতায় তোমাকে সঁপে দেবার জন্য!

তারপর
তারপর তোমার-তোমাদের দেখা মিলবে না---

বদলে যাবে সমাজ--- সংস্কৃতি-- জীবন
তুমি-তোমরা পালিয়ে যাবে! পালাবে নিশ্চিত!

তোমরা পালাতেই জানো! তোমরা দাঁড়াতে জানো না! ভোগই তোমাদের লক্ষ্য!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৫

তার আর পর নেই… বলেছেন: নামটা ভাল লাগেনি।

১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৪

মোরতাজা বলেছেন: গোলাপি ঠোঁটের উপর আরেকটি ঠোঁটও প্রত্যাশিত ছিল দিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.