নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামাজিক যোগাযোগের পূর্ণাঙ্গ মাধ্যম হিসাবে কাজ শুরু করে ব্যবহারকারীদের নজরে এসেছে সোস্যালনেট ডটকম ডটবিডি(socialnet.com.bd)। ভাষার মাস ফেব্রুয়ারিতে সম্পূর্ণ দেশীয় এ সামাজিক যোগাযোগের সাইটে কেবল ছবি আপলোড, স্ট্যাটাস আপডেটই নয়; প্রতিদিনকার জীবন যাপনকে সহজ করার মত অতি প্রয়োজনীয় অনেকগুলো বিষয় সংযুক্ত করা হয়েছে।
এর মধ্যে ই-কমার্স প্লাটফর্ম, চাকুরীর দেয়া-নেয়ার বিজ্ঞাপন, ব্যবহৃত বা নতুন পণ্য বিক্রয়ের সুযোগ অন্যতম। এ ছাড়া এর চ্যাটবক্সে কল কনফারেন্স, ই-লার্নিং ও ই -হেলথ সুবিধা নিশ্চিত করার জন্য হোয়াইট বোর্ড এবং সঠিক রেজুলেশনে ফটো-ভিডিও শেয়ারিংয়ের সুবিধা সংযুক্ত করা হয়েছে।
উদ্যোক্তারা বলছেন, দেশীয় এ সামাজিক যোগাযোগের ওয়েবসাইট সর্বনিম্ন ১৩ বছর বা তার বেশি বয়সের মানুষ এটি ব্যবহার করতে পারবেন। ব্যবহারকারীর একাউন্ট সঠিক --- এটি নিশ্চিত হলেই ভেরিফেকশন সাইন যুক্ত করে দিবে সোশ্যালনেট ডটকম ডটবিডি। এ জন্য হাজার হাজার ফলোয়ারের প্রয়োজন পড়বে না।
উদ্যোক্তারে অন্যতম ড. সাইদ মাহতাব বলেন, 'সাধারণত সামাজিক যোগাযোগের ওয়েব সাইটে নারীর প্রতি হয়রানি, অশালীন বক্তব্য, ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর যে সব অভিযোগ আছে, এ সাইট সেটা থেকে সম্পূর্ণ মুক্ত। কারণ আমাদের নিজস্ব অ্যাডমিন প্যানেল সামাজিক স্ট্যান্ডার্ড বিবেচনা করে অশালীন, উস্কানিমূলক পোস্ট সরিয়ে নিবে।'
একটি পরিচ্ছন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবেই সোশ্যালনেট ডটকম ডটবিডিকে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে উল্লেখ করে ড. সাইদ মাহতাব বলেন, ' সাইটিতে কেবল ফটো আপলোড করা নয় এখানে ব্লগিং করা, নিজস্ব পেইজ খোলা, ক্লাসিফাইয়েড বিজ্ঞাপন দেয়া যাবে। একই সাথে সাইটটিতে চাকুরীর সন্ধান , সিভি আপলোড করে রাখা যাবে।'
সোশ্যালনেট ডটকম ডটবিডি ব্যবহারকারীদের জন্য রিওয়ার্ড সুবিধাও রয়েছে। ব্যবহারের ওপর এখানে রিওয়ার্ড পয়েন্ট যোগ হবে; যার মাধ্যমে ভবিষ্যতে ব্যবহারকারী গিফট ভাউচার পেতে পারেন।
নতুন নতুন আরো ফিচার যুক্ত করার জন্য কাজ করে যাচ্ছে সোশ্যালনেট ডটকম ডটবিডি। এর একটি অ্যানড্রয়েট অ্যাপও চালু করা হয়েছে। আইওএস অ্যাপ চালুও প্রক্রিয়াধীন।
সব বয়সীদের জন্য সম্পূর্ণ নিরাপদ এ সাইটটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ ব্যবহারকারীদের নজরে পড়েছে। সোশ্যালনেট ব্যবহারকারীদের একজন জাহিদ বলেছেন, এটি একটি ব্যতিক্রমি সোস্যাল নেটওয়ার্কিং সাইট। সহজেই নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা ছাড়াও বেশ কিছু ইউনিক ফাংশন এখানে আছে। যেমন আগে আমরা ব্লগিং করার জন্য আলাদা ব্লগ সাইট, জবসের জন্য জবস সাইট, পণ্য কেনাবেচার জন্য ক্লাসিফাইড সাইটে যেতে হতো। এখানে এক ক্লিকেই সব পাওয়া যাচ্ছে। এটা এক বড় সুবিধা।
তিনি বলেন, সাইটি অশ্লীলতামুক্ত এবং সহনশীল মানসকিতার মানুষের জন্য ভালো উদ্যোগ। ফেসবুক , টুইটারে আমরা এক অন্যকে আক্রমণের যে প্রবণতা দেখি, এখানে সেটি এখনো দেখছি না। আশা করছি যারা- এটি পরিচালনা করছেন, তারা তা অব্যাহত রাখতে পারবেন।
©somewhere in net ltd.