নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পপ সম্রাট আজম খান (জন্ম ২৮ ফেব্রুয়ারি ১৯৫০- মৃত্যু ৫ জুন ২০১১ )
২১ বছর বয়সে তার যুদ্ধে গেছেন। ছিনিয়ে এনেছেন স্বাধীনতার লাল টুকটুকে সূর্য। দেশের পপ সঙ্গীতের ধারাকে করেছেন প্রাণবন্ত। এগিয়ে নিয়েছেন, ধীরে ধীরে। যেখানে মানুষ এ ধরণের গানের সাথে পরিচিত নন, তাদের এর সাথে পরিচিত করার যে চেষ্টা তিনি করেছেন, তার হাত ধরে এখন দেশে পপ ধারা জনপ্রিয় সঙ্গীত মাধ্যম।
এখন যারা গাইছেন, সাবলীল ভাবে , আয় করেন এ গান করে তারা অবশ্যই আজম খানের কাছের ঋণি। যদিও এ ঋণ শোধের তাগিদ তাদের খুব একটা চোখে পড়েনি। আজম খান যখন হসপিটালে চিকিৎসা নিচ্ছিলেন, সে সময় চেনা কয়েকজন শিল্পীর বাইরে বাকিদের দেখা মেলিনি। আফসোস।
গুরু তোমায় সালাম। তোমার গান বেঁচে থাকবে আমাদের মাঝে, তুমি তোমার গানের মতই আমাদের অন্তরে ঠাঁই নিয়েছো।
©somewhere in net ltd.