নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক : \'চেয়ে পুরস্কার নেবার পর তোমার কেমন লাগছে ?\'

২১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৯

আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন আমার জন্য পদক তৈরি করুক,
শুধু আমার জন্য তুলে রাখুক একেকটা সোনালি পদক ।
বাইরে থেকে দেখে সো্না মনে হলেই হবে! ভেতরে সোনার খাদ? সে তো অতি পুরনো
পদক না পেতে পেতে; আমি মানুষের কথা শুনে এখন ক্লান্ত ।

আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ আমাকে সোনার পদকের সাথে একটা চেক দিক । মুলা নিয়ে আমি
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না,
আমি জানি, এই ইলেকট্রিকের যুগ
রাজনীতিকে মুক্তি দিয়েছে কবি -সেবার দায় থেকে ।
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক :
আমার পদক লাগবে কি না, চেক লাগবে কি না,
পদকের সাথে আরও একটা
তেলে ভাজা পদবী লাগবে কি না ।
এঁটো কবিতা,রুমাল-প্রেম আমি নিজেই ডাস্টবিনে ছুড়তে পারি!

আমি বলছি না ভলোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন ভিতর থেকে আমার জন্য পদকের দরোজা
খুলে দিক । সে দরজা বিম্পি বানিয়েছে কি আম্লীগ।
তাতে আমার কিচ্ছু যায় আসে না! কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুক : 'চেয়ে পুরস্কার নেবার পর তোমার কেমন লাগছে ?'


দায় মুক্তি :: এটি একটি প্যারেডি কবিতা। কবি নির্মলেন্দু গুণের কাছে ক্ষমা প্রার্থনা পূর্বক তার লেখা কবিতা 'তোমার চোখ এতো লাল কেন?' অনুসরণ করে লেখা। শুধু মাত্র রসের জন্য তৈরি! কেউ মনো কষ্ট পেলে দুঃখিত।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৫

কোলড বলেছেন: A bloody good one!

২২ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৭

মোরতাজা বলেছেন: :P

২| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:২২

তিক্তভাষী বলেছেন: খাঁটি আওয়ামী চরিত্রের একটা কমন স্টাইল হলো এরা প্রথমে চেয়ে চিন্তে নিজেরাই নিজেদেরকে খেতাব দেয়। নামের সাথে জুড়ে দিয়ে পরে সেটা নিয়ে বড়াই করতে থাকে। শেষে অন্যদের ওপর জোর খাটায় ওই খেতাব মেনে নেয়ার জন্য। অন্যদিকে নিজ গোত্রের বাইরে অন্য কেউ যদি নিজ যোগ্যতায় কোনো খেতাব পেয়ে যায় সেটা তারা সহ্য করতে পারে না। এমনকি সেটা যদি নোবেল প্রাইজও হয় তাহলেও সেটা কেনো দেয়া হলো, চীজ বার্গার খেয়ে পাওয়া কি-না ইত্যাকার না-না প্রশ্ন ওঠাতে থাকে।

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৮

মোরতাজা বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.