নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের চলমান সমাজে কিছু ব্যতিক্রম ছাড়া শাশুড়ি-মা বা মাদার ইন ল হলেন ভিলেন। এ ভিলেনদের ঘরের নায়িকারা হলের বউ বা ডটার ইন ল। এঁরা সব সময় ভাবেন, কবে ভিলেন বিদায় হবে। তার পর সুখে (!!) তার বসত। আসলে সুখ তার মিলে না, যদ্দিনে তার শাশুড়ি মা প্রস্থান করে ততদিনে তিনি আবার সেই ভিলেনের আসনে। ভিলেন আর হিরোইনের এ টানাপড়েনে, জীবন চলে যায়, কিন্তু কেউ কারো দুঃখ বোঝে না। আর মায়ের ছেলে স্ত্রীর বর , তার জীবন কাটে দুঃস্বপ্ন আর অভিযোগের উতলে কাটে। ক্যাবলা বরকে কত কারণে কম্প্রোমাইজড করতে হয়। তবুও মা দিবসে কত আবেগ!। অবিবাহিতদের আবেগটা এখনো ঠিক আছে। বিবাহিতদের আবেগটা অনেকদটা হাসির আড়ালে কষ্ট লুকনোর মতই!
০৮ ই মে, ২০১৬ বিকাল ৫:৫৫
মোরতাজা বলেছেন: এটা ব্যতিক্রমের একটা।
শুভেচ্ছা।
২| ০৮ ই মে, ২০১৬ বিকাল ৫:৫৪
কানিজ রিনা বলেছেন: কিছু কিছু খুনসুটি শাশুরি বউয়ের লাগে
ওই একমাত্র ছেলে নিয়ে। ছেলেটা মায়ের
বাবার অনেক কষ্টে লালন করা যক্ষের ধন।
আবার বউ আপন বাবা মা ছেরে আশা
পরের ঘরে স্বামী প্রিয় রতন। এখানে প্রিয়
রতন পরির্বতন হয়। গোল বাধে সেখানেই।
০৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
মোরতাজা বলেছেন: হুমমম ।
৩| ০৮ ই মে, ২০১৬ রাত ৮:৪৫
বিদ্রোহী চাষী বলেছেন: ঠিক কথা।
০৮ ই মে, ২০১৬ রাত ৯:২২
মোরতাজা বলেছেন: হুঁমমম!
©somewhere in net ltd.
১| ০৮ ই মে, ২০১৬ বিকাল ৫:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: নারে ভাই! সবাই কি আর সমান।
স্পষ্ট মনে আছে প্রথমেই বলে দিয়েছিলাম- বউ গেলে বউ পাওয়া যায়! (নারীবাদীরা ফ্যাচ ধইরেন না) মা গেলে মা পাওয়া যায় না। মাকে মায়ের মতো দেখবে? আমাকেও প্রথম প্রেমের মতোই পাবে। আর নিজের মায়ের ন্যায়বিচারর উপর কোন ছেলের আস্থা না থাকে।
অবশ্য কয়েক সপ্তাহেই দেখি তারাই আমে দুধে মিশে গেছে- আমি যেন আটি
যতদিন মা জীবিত ছিলেন-বউমার প্রশংসাই করে গেছেন।
আর মায়ের বউমাও মাকে সমান ভাবেই মিস করে।
মা দিবসের শুভেচ্ছা